ইরানের সেনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন চীনা প্রতিনিধিদল
(last modified 2024-06-20T10:53:22+00:00 )
জুন ২০, ২০২৪ ১৬:৫৩ Asia/Dhaka
  • চীনা প্রতিনিধিদল
    চীনা প্রতিনিধিদল

চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির উচ্চপদস্থ প্রতিনিধি দল ইরানের সামরিক বাহিনীর কমান্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। তারা ইরানের সেনাবাহিনীর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা সক্ষমতা খুব কাছ থেকে দেখেছেন। 

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও চীনের মধ্যে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের মার্চে ইরান ও চীন ২৫ বছর মেয়াদী সহযোগিতা চুক্তিতে সই করার পর সম্পর্কের মাত্রা বিস্তৃত হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটির প্রধান ব্রিগেডিয়ার হোসেইন ওয়ালিবান্দ জামানি চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল উ ফাং মিং। ইরানের বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই দেশের মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বের কথা স্মরণ করে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল ওয়ালিভান্দ আরও বলেছেন, তাদের কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটি বিভিন্ন পর্যায়ের সেনা অফিসারদের প্রশিক্ষণ প্রদানে অত্যন্ত দক্ষ। শিক্ষা-প্রশিক্ষণের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের মূল্যবান ও যুগোপযোগী সক্ষমতা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রয়োজনে চীনা শিক্ষার্থীদের জন্য ফার্সি ভাষা কোর্সের আয়োজন করবে বলেও তিনি জানান।

ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, তাদের এই বিশ্ববিদ্যালয় ৯০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে ট্যাকটিক, অপারেশন ও স্ট্রাটেজি-এই তিনটি স্তরে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। 

এই বৈঠকে চীনা ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রতিনিধিদলের প্রধান ইরান সফরের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণামূলক যোগাযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/ ২০                                                

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ