ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন
নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে: সকল প্রার্থীর স্বীকারোক্তি
ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে চার প্রার্থীর সবার প্রতিনিধিরা স্বীকার করেছে। শুক্রবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দেশের কোথাও থেকে ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
এবারের নির্বাচনের অন্যতম প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানের প্রতিনিধি তাইয়্যেবে মুসাভি বলেছেন, শুক্রবার দিনের শুরু থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা হয়েছে।
ইরানের সাবেক পরমাণু আলোচক সাঈদ জালিলির প্রতিনিধি আলীরেজা সাদেকি নির্বাচনের পরিবেশকে ‘সর্বোচ্চ শান্তিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সকাল থেকে নানা রাজনৈতিক মতাদর্শ ও সাংস্কৃতিক বৈচিত্রের মানুষ বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। নির্বাচনে যিনিই বিজয়ী হন না কেন তাকে ইরানের বিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান সাদেকি।
প্রেসিডেন্ট নির্বাচনের অপর প্রার্থী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফের প্রতিনিধি মোর্তজা রাহিমি শুক্রবারের নির্বাচনে জনগণের ‘চমকপ্রদ ও দৃষ্টিনন্দন’ অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দেশের কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আগামী ৫ জুলাই দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।