মুসলিম বিশ্বের স্বার্থে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২০ হাজারে উন্নীত করতে চায় ইরান
(last modified Mon, 08 Jul 2024 07:36:38 GMT )
জুলাই ০৮, ২০২৪ ১৩:৩৬ Asia/Dhaka
  • মুসলিম বিশ্বের স্বার্থে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২০ হাজারে উন্নীত করতে চায় ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান আরও বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ২০ হাজারে উন্নীত করতে চায় উচ্চ শিক্ষা মন্ত্রণালয়।

ইরানের ছাত্র বিষয়ক সংস্থার প্রধান হাশেম দাদাশপুর বলেছেন, সপ্তম জাতীয় উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ২০ হাজারে উন্নীত করতে হবে। এ কাজে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। একই সঙ্গে তিনি শিক্ষা এবং জ্ঞান-বিজ্ঞানে মুসলিম বিশ্বের দেশগুলোর উন্নতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ইরান বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে এবং পশ্চিম এশিয়ায় শীর্ষস্থানে রয়েছে। এ কারণেই পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও শত্রুতা সত্ত্বেও ইরান দ্রুত উন্নতি সাধন করছে।

পার্সটুডে জানিয়েছে, তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের তৃতীয় শিক্ষা-সংস্কৃতি বিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে হাশেম দাদাশপুর বলেছেন, ইরানে সব ধরণের দৃষ্টিভঙ্গির শিক্ষার্থীর জন্যই শিক্ষা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

তিনি মুসলিম বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, মুসলিম বিশ্ব অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, এসব চ্যালেঞ্জ সচেতনভাবে মোকাবেলা ও সেগুলোর সমাধানে কাজ করতে হবে।

দাদাশপুর জোর দিয়ে বলেন, ইরান বৈজ্ঞানিক ক্ষেত্রে বিশ্বে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছে, কিন্তু কিছু দেশ এখনও এই অবস্থান অর্জন করতে সক্ষম হয়নি। মুসলিম বিশ্বকে শক্তি ও সামর্থ্য অর্জনে সহায়তা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ইরানের এই কর্মকর্তা।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ