ইমাম খামেনেয়ীর প্রতি বেলজিয় ছাত্রদের চিঠি
(last modified Wed, 24 Jul 2024 11:35:45 GMT )
জুলাই ২৪, ২০২৪ ১৭:৩৫ Asia/Dhaka
  • ইমাম খামেনেয়ীর প্রতি বেলজিয় ছাত্রদের চিঠি

বেলজিয়ামের একদল তরুণ ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনিকে লেখা একটি চিঠিতে জানিয়েছে: ন্যায়বিচার ও সত্যের সন্ধানে আপনার আমন্ত্রণের বার্তার পাশাপাশি মহান ফিলিস্তিন ইস্যু এবং বিশ্বের নিপীড়িতদের প্রতি আপনার অবিচল অঙ্গীকারে আমরা গভীরভাবে প্রভাবিত।

ইমাম খামেনেয়ি গত ৩০ মে ২০২৪ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী বিশ্ববিদ্যালয় ছাত্রদের ইহুদিবাদ-বিরোধী আন্দোলন ও প্রতিবাদের প্রতি সমমর্মিতা ও সংহতি জানিয়ে একটি চিঠি লিখেছেন। তিনি বিবেকবান এই ছাত্রদেরকে প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করে লিখেছিলেন যে স্পর্শকাতর পশ্চিম এশিয়ার পরিস্থিতি বদলে যাচ্ছে এবং বিশ্ব-ইতিহাসের পাতা উল্টে যাচ্ছে। তারা ইতিহাসে সত্য ও মিথ্যার লড়াইয়ে সঠিক পক্ষের সমর্থনে অবস্থান গ্রহণ করেছেন বলেও ইমাম খামেনেয়ী তাঁদের প্রশংসা করেছেন ওই চিঠিতে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী আরও লিখেছিলেন: তাদের ওই আন্দোলন থেকে বোঝা যায় যে পশ্চিমা যুব সমাজ বিশ্বের বর্তমান নানা অবিচার সম্পর্কে সচেতন। 

ইমামের ওই চিঠির প্রতিক্রিয়ায় সম্প্রতি বেলজিয়ামের একদল তরুণ গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী বিশ্ববিদ্যালয় ছাত্ররা যেসব প্রতিবাদ মিছিল করেছেন তাদের প্রতি ইমামের ওই চিঠির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তারা ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেয়ীকে উদ্দেশ করে লিখেছেন: পরস্পরকে উপলব্ধি করার জন্য আপনার যে অক্লান্ত প্রচেষ্টা, জটিল নানা চ্যালেঞ্জ যেগুলোর মুখোমুখি রয়েছি আমরা সেসব বিষয়ে আপনার ন্যায়বিচার ও সংহতি প্রকাশ মৌলিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আমরা ইসলাম সম্পর্কে আমাদের উপলব্ধি গভীর করার জন্য দৃঢ়-প্রতিজ্ঞ। 

বেলজিয়ান যুবকরা এই চিঠিতে জোর দিয়ে লিখেছেন: আমরা সংলাপ এবং গঠনমূলক সহযোগিতার এই ফলপ্রসূ আদান-প্রদান তথা সংলাপ অব্যাহত রাখার জন্য উন্মুখ। 

তাদের এই চিঠি ফার্সি, ইংরেজি, ফরাসি ও আরবি ভাষায় LETTER4LEADER হ্যাশট্যাগসহ প্রকাশ করা হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ