'ইরানের বিরোধীদের হত্যা প্রচেষ্টা'র ভুয়া খবর ছড়ানোর পিছনে কারা রয়েছে?
https://parstoday.ir/bn/news/iran-i141626-'ইরানের_বিরোধীদের_হত্যা_প্রচেষ্টা'র_ভুয়া_খবর_ছড়ানোর_পিছনে_কারা_রয়েছে
পার্সটুডে- জাতিসংঘে ইরানের প্রতিনিধি বিদেশে বিরোধীদের হত্যার পরিকল্পনা নিয়ে ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১৬:০৬ Asia/Dhaka
  • 'ইরানের বিরোধীদের হত্যা প্রচেষ্টা'র ভুয়া খবর ছড়ানোর পিছনে কারা রয়েছে?

পার্সটুডে- জাতিসংঘে ইরানের প্রতিনিধি বিদেশে বিরোধীদের হত্যার পরিকল্পনা নিয়ে ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছে।

মার্কিন বিচার বিভাগ দাবি করেছে, "আসিফ রেজা মার্চান্ত" নামে একজন পাকিস্তানি নাগরিককে অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের মাটিতে একজন রাজনীতিবিদ কিংবা সরকারী কর্মকর্তাকে হত্যা প্রচেষ্টা চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড কোনো প্রমাণ ছাড়াই অপ্রাসঙ্গিকভাব এ ব্যাপারে ইরানের নাম উল্লেখ করে দাবি করেছেন: তার ভাষায় মার্কিন বিচার বিভাগ মার্কিন সরকারী কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করার জন্য ইরানের প্রচেষ্টাকে সহ্য করবে না।

পার্সটুডে-এর মতে, এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইরানের প্রতিনিধি এক বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে উত্থাপিত এ অভিযোগ ইহুদিবাদী সরকার, আলবেনিয়া ভিত্তিক ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা গোয়েন্দা সংস্থার দ্বারা তৈরি যাতে ইসরাইলি অপরাধযজ্ঞকে ধামাচাপা দেয়া যায়।

তিনি জোর দিয়ে বলেছেন: পশ্চিম বা অন্য কোনো দেশে কাউকে হত্যা কিংবা অপহরণের মতো অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেই।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।