ফিলিস্তিন ইস্যুতে দ. আফ্রিকাকে উজ্জ্বল নক্ষত্র বললেন নওরোজি; ইরানের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা
(last modified Tue, 29 Oct 2024 12:45:11 GMT )
অক্টোবর ২৯, ২০২৪ ১৮:৪৫ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত (বামে) ও নওরোজি (ডানে)
    রাষ্ট্রদূত (বামে) ও নওরোজি (ডানে)

তেহরানে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত সেলুহু ফ্রান্সিস মুলুইয়ের সঙ্গে বৈঠকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র উপ-প্রধান আহমাদ নওরোজি বলেছেন, জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশ অভিন্ন নীতি অনুসরণ করে। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা তারার মতো জ্বলজ্বল করছে এবং এ ক্ষেত্রে দেশটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

ইরানের সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের প্রধান আরও বলেন, 'আমন্ত্রণ গ্রহণ করায় আপনাকে ধন্যবাদ, আপনাকে কাছে পেয়ে আমরা আনন্দিত। দক্ষিণ আফ্রিকা যে সংগ্রাম করেছে বিশেষকরে দক্ষিণ আফ্রিকার মুক্তি সংগ্রামের নেতা নেলসন ম্যান্ডেলার পর দেশটি যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার প্রতি সংহতি প্রকাশ করছি।"

আহমাদি নওরোজি বলেন, গাজা এবং দক্ষিণ লেবাননে যা ঘটছে তাতে বিশ্ববাসীর জন্য লজ্জার, এমন অপরাধযজ্ঞের বিষয়েও গোটা বিশ্ব নীরব রয়েছে।

এ সময় তেহরানে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত সেলুহু ফ্রান্সিস মুলুই ইরান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বহু বছর ধরেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে এবং ন্যায়বিচার ও স্বাধীনতা সংগ্রামের ওপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে। এই সংগ্রামে রাষ্ট্র হিসেবে ইরান এবং এই দেশের জনগণের অসামান্য ভূমিকার জন্য দক্ষিণ আফ্রিকা চিরকৃতজ্ঞ।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ককে আরও গভীর করতে হবে, যেমন অর্থনৈতিক, সাংস্কৃতিক, বিজ্ঞান-প্রযুক্তি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে।

তিনি আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অভিযোগ দায়েরের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরাইল সাময়িক পদক্ষেপগুলো মেনে না চললেও এ ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা কখনই থামবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ন্যায়ের জয় হবে।

রাশিয়ায় দক্ষিণ আফ্রিকা এবং ইরানের প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে  তিনি বলেন, দুই দেশের প্রেসিডেন্টরা গাজায় গণহত্যার মতো বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে এ বিষয়ে অনেক মিল রয়েছে।

তিনি বলেন, গাজা এবং লেবাননে চলমান অপরাধযজ্ঞ বর্তমান সময়ের বড় সমস্যা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে আমাদেরকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে এই সমস্যাটির সমাধান করতে হবে। এই গণহত্যা বন্ধ করে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।

তেহরানে নিযক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আরও বলেন, আমরা দক্ষিণ আফ্রিকার দূতাবাস হিসেবে এই ক্ষেত্রে একটি প্রদর্শনী আয়োজনের চেষ্টা করছি যাতে আমরা গাজায় চলমান গণহত্যাকে সবার সামনে তুলে ধরতে পারি।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ