ফার্সি ভাষা শেখার প্রতি কাজাখস্তানের তরুণ প্রজন্মের ব্যাপক আগ্রহ
(last modified Sat, 02 Nov 2024 08:38:29 GMT )
নভেম্বর ০২, ২০২৪ ১৪:৩৮ Asia/Dhaka
  • কাজাখস্তানের জাতীয় লাইব্রেরিতে ফার্সি ভাষা কোর্সের সমাপনী অনুষ্ঠান
    কাজাখস্তানের জাতীয় লাইব্রেরিতে ফার্সি ভাষা কোর্সের সমাপনী অনুষ্ঠান

পার্সটুডে- কাজাখস্তানে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান বেহরুজ আব্বাসজাদেহ বলেছেন, ফার্সি ভাষা শেখার ব্যাপারে কাজাখস্তানের জনগণ বিশেষ করে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ কারণে কাজাখস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট ফার্সি ভাষা শিক্ষা কেন্দ্রের সংখ্যাও অনেক বেড়ে গেছে।

পার্সটুডে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্বব্যাপী ফার্সি ভাষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে আব্বাসজাদে বলেন, ফার্সি ভাষা একটি গোষ্ঠী বা জাতির ভাষা হিসেবে দেখলে চলবে না। এই ভাষা বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, রীতিনীতি, দর্শন ও চিন্তাধারার প্রতিনিধিত্বকারী। শব্দের নান্দনিকতা এবং শ্রুতিমধুরতার ক্ষেত্রে এটি অনন্য।

তিনি আরও বলেন, শব্দভান্ডার এবং আধুনিকতার দিক থেকে অন্যান্য দেশেও এই ভাষা ছড়িয়ে পড়ার অধিকার রাখে।

এর আগে অস্ট্রিয়ায় ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান রেজা গোলামি বলেছিলেন, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কো বিশ্বের সবচেয়ে পাঁচটি মধুর ভাষার তালিকায় ফার্সি ভাষাকে স্থান দিয়েছে।  

তিনি এও বলেছেন যে, বর্তমানে বিশ্বের এক কোটি ২০ লাখ মানুষ ফার্সি ভাষায় কথা বলেন। এছাড়া এই ভাষার সঙ্গে পরিচিতি রয়েছে পাঁচ কোটি লোকের। এদিক থেকে ফার্স ভাষা বিশ্বের শীর্ষ ১০টি ভাষার একটি। ফার্সি ভাষা ইন্টারনেট ভিত্তিক সামগ্রীতে সর্বাধিক ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে।

রেজা গোলামি বলেন, বর্তমানে ইরান ছাড়াও তাজিকিস্তান এবং আফগানিস্তানের রাষ্ট্রীয় ভাষা ফার্সি এবং উজবেকিস্তান, পাকিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান ও আজারবাইজান প্রজাতন্ত্রেরও কিছু মানুষ ফার্সি ভাষায় কথা বলে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ