ইরান-তুরস্ক সাংস্কৃতিক বর্ষের অন্যতম লক্ষ্য ইসলামি সাংস্কৃতিক ফ্রন্টের বিকাশ
(last modified Mon, 18 Nov 2024 11:16:24 GMT )
নভেম্বর ১৮, ২০২৪ ১৭:১৬ Asia/Dhaka
  • ইরান-তুরস্ক সাংস্কৃতিক বর্ষের অন্যতম লক্ষ্য ইসলামি সাংস্কৃতিক ফ্রন্টের বিকাশ
    ইরান-তুরস্ক সাংস্কৃতিক বর্ষের অন্যতম লক্ষ্য ইসলামি সাংস্কৃতিক ফ্রন্টের বিকাশ

পার্সটুডে-তুরস্কে ইরানের কালচারাল কাউন্সেলর বলেছেন, ২০২৫ সালকে তুরস্ক ও ইরানের সাংস্কৃতিক বছর হিসেবে নামকরণ করা হয়েছে। তিনি আরও বলেন: আমরা যৌথ সহযোগিতা বৃদ্ধির এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করতে পারি।

তুরস্কে ইরানের কালচারাল কাউন্সেলর কাসেম নাজেমি ওই নামকরণের প্রসঙ্গ টেনে বলেন: উভয় দেশেরই অভিন্ন সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী ও ভ্রাতৃত্বকে শক্তিশালী করা ইরানের অগ্রাধিকারগুলোর একটি। পার্সটুডে আরও জানায়, নাজেমি এই প্রসঙ্গে বলেছেন: তুরস্ক ও ইরানের মধ্যে সম্পর্ক গভীর করার প্রচেষ্টাও বিশ্বে ইসলামী সাংস্কৃতিক ফ্রন্টকে প্রসারিত করতে সহায়তা করবে। এই ইস্যুটি উভয় দেশেরই অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

দু'মাস আগেও ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান মোহাম্মদ মাহদি ইমানিপুর তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ নুরি আরসাভির সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে ২০২৫ সালকে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে একটি অনন্য বছর হিসাবে উল্লেখ করেছিলেন আরসাভি। এই সাংস্কৃতিক বর্ষের কার্যক্রম ইরানের জাতীয় দিবসের সঙ্গে মিল রেখে একই দিনে শুরু করার আহ্বান জানান তিনি।

ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান ওই বৈঠকে আরও বলেছেন: তুর্কি পক্ষের প্রস্তাব ছিল ইরান ও তুরস্কের সংস্কৃতির বছরকে 'সংস্কৃতি সড়ক' কর্মসূচি রূপে ১৬টি প্রদেশে বাস্তবায়ন করা হবে।

ইরানের সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার তত্ত্বাবধানে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এক বছরের জন্য ইরান ও তুরস্কের সাংস্কৃতিক বছর অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।