আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান বিরোধী পশ্চিমা দেশগুলোর প্রস্তাব পাস
(last modified Fri, 22 Nov 2024 09:47:19 GMT )
নভেম্বর ২২, ২০২৪ ১৫:৪৭ Asia/Dhaka
  • আইএইএ-তে ইরান বিরোধী প্রস্তাব পাস
    আইএইএ-তে ইরান বিরোধী প্রস্তাব পাস

পার্সটুডে: ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকার প্রস্তাবিত খসড়া প্রস্তাব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী পরিষদে অনুমোদিত হয়েছে।

প্রস্তাবের পক্ষে ১৯টি এবং বিপক্ষে ৩টি ভোট পড়েছে। ১২টি দেশ ভোট দানে বিরত ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতার কথা উল্লেখ না করেই ওই খসড়া প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ওই প্রস্তাবে কথিত 'প্রতিরক্ষা সমস্যা' সমাধানের জন্য 'প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ' নিতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইলের মিথ্যা, বানোয়াট এবং জাল তথ্যের ভিত্তিতে সুরক্ষানীতির দাবিগুলোর পুনরাবৃত্তি করা হয়েছে। ইরানকে বলা হয়েছে তাদের দুটি অঘোষিত স্থানে মনুষ্যসৃষ্ট যে ইউরেনিয়াম কণা নিয়ে কাজ চলছে সে সম্পর্কে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রদান করতে হবে। সেইসঙ্গে ওই দুটি স্থান সম্পর্কে পরমাণু সংস্থাকে জানাতেও বলা হয়েছে। এ কাজে কোনোরকম সময় নষ্ট করা যাবে না।

আইএইএ'র প্রয়োজনীয় তথ্য, নথি এবং উত্তর প্রদান করতে এবং সংস্থার পরিদর্শকদেরকে প্রয়োজনীয় স্থান এবং উপাদানগুলো দেখার ব্যবস্থা করতেও বলা হয়েছে ওই প্রস্তাবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা বহুবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করেছেন এবং দেশটির পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ ও সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না সে ব্যাপারে বহুবার প্রতিবেদনও দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কর্মসূচি সামরিক লক্ষ্যে পরিচালিত হবার কোনো প্রমাণ কখনোই পাওয়া যায় নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার রাতে আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের সাথে টেলিফোন কথোপকথন করেছেন। ওই ফোনালাপে তিনি বলেছেন: পশ্চিমা পক্ষগুলো যদি ইরানের সদিচ্ছাকে উপেক্ষা করে এবং অগঠনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান যথাযথভাবে এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানাবে।#

পার্সটুডে/এনএম//২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।