ইরানে শহীদ কাসেম সোলাইমানিকে নিয়ে লিখিত বই ‘কাসেম চাচা’র ১১৫তম সংস্করণ প্রকাশ
https://parstoday.ir/bn/news/iran-i144752-ইরানে_শহীদ_কাসেম_সোলাইমানিকে_নিয়ে_লিখিত_বই_কাসেম_চাচা’র_১১৫তম_সংস্করণ_প্রকাশ
পার্সটুডে- ইরাকের ‘কেতাবাক’ প্রকাশনী সম্প্রতি শিশু-কিশোরদের জন্য লিখিত বই ‘কাসেম চাচা’র ১১৫তম সংস্করণ প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৪ ১৫:০০ Asia/Dhaka
  • ইরানে শহীদ কাসেম সোলাইমানিকে নিয়ে লিখিত বই ‘কাসেম চাচা’র ১১৫তম সংস্করণ প্রকাশ
    ইরানে শহীদ কাসেম সোলাইমানিকে নিয়ে লিখিত বই ‘কাসেম চাচা’র ১১৫তম সংস্করণ প্রকাশ

পার্সটুডে- ইরাকের ‘কেতাবাক’ প্রকাশনী সম্প্রতি শিশু-কিশোরদের জন্য লিখিত বই ‘কাসেম চাচা’র ১১৫তম সংস্করণ প্রকাশ করেছে।

২০টি গল্প দিয়ে সাজানো বইটি লিখেছেন ইরানি লেখক মোহাম্মাদ আলী জাবেরি। তিনি বইটিতে শিশু-কিশোরদের সামনে শহীদ লে. জেনারেল হাজী কাসেম সোলাইমানির জীবন ও কর্ম সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছেন।

বিষয়বস্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য লেখক বইটিতে ‘মিকাইল বারাতি’ নামক একটি চরিত্র তৈরি করেছেন এবং প্রতিট গল্পের শেষে কিছু অনুশীলনের মাধ্যমে শিশু-কিশোরদের কাছে এটির আকর্ষণ আরো বাড়িয়ে তুলেছেন।

বইটির একটি গল্পে বলা হয়েছে: জেনারেল সোলাইমানি যখন শহীদ হন তখন সবাই আমেরিকার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়। বড়রা বলেন: এক সোলাইমানি লোকান্তরে, লক্ষ সোলাইমানি ঘরে ঘরে। আমরা সবাই কাসেম সোলাইমানি। অন্যদিকে ছোটরা বড় হয়ে কাসেম সোলাইমানি হওয়ার স্বপ্ন দেখতে থাকে।  এখন প্রশ্ন হচ্ছে, জেনারেল সোলাইমানি হতে চাওয়ার অর্থ কি?

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসী মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি শহীদ হন। তার সঙ্গে শাহাদাতবরণ করেন ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর ডেপুটি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস’সহ আরো আট প্রতিরোধ যোদ্ধা।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।