বিশ্ব গণমাধ্যমে ইরানের ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উদযাপন কীভাবে প্রতিফলিত হয়েছে?
-
বিশ্ব গণমাধ্যমে ইরানের ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উদযাপন কীভাবে প্রতিফলিত হয়েছে?
পার্সটুডে-২২ বাহমান (১০ ফেব্রুয়ারি) তারিখের বিজয় মিছিল এবং গৌরবময় ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উদযাপনে ইরানি জনগণের বিশাল উপস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছিল।
সোমবার ইরানের বিভিন্ন শহরে বিভিন্ন শ্রেণীর মানুষের বিশাল উপস্থিতির মধ্য দিয়ে ২২ বাহমান এর মিছিলের মধ্য দিয়ে গৌরবময় বিজয়বার্ষিকী উদযাপিত হয়। মেহের নিউজ বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উদযাপন শুরু হওয়ার সাথে সাথে রাস্তায় ইরানি জনগণের ব্যাপক উপস্থিতির খবর আমেরিকার ইংরেজিভাষী এবং আরব বিশ্বের মিডিয়াগুলো তাদের ওয়েবসাইটসহ টেলিভিশন নেটওয়ার্কগুলোতে প্রচার করার মাধ্যমে ইরানি জনগণের ঐক্য ও সংহতিকে তুলে ধরেছে।
আমেরিকার মিডিয়াগুলোতে ২২ বাহমানের মিছিলের প্রতিফলন
ইরানের ইসলামী বিপ্লবের ৪৬তম বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল মিছিলে জনগণের বিপুল উপস্থিতির খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। অ্যাসোসিয়েটেড প্রেস লিখেছে: ইরানের হাজার হাজার জনগণ ১৯৭৯ সালে সংঘটিত ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উদযাপন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসা এবং তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অভিযান পুনরায় শুরু করার পর এটিই প্রথম শোভাযাত্রা বলে মনে করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টও এ বছরের ১০ ফেব্রুয়ারি ইরানের বিজয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের খবরাখবর কভারেজ দেওয়ার সময় এই শিরোনামটি দিয়েছিল: হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতির সময় ইরানিরা ১৯৭৯ সালের (১৩৫৭) ইসলামি বিপ্লবের বার্ষিকী উদযাপন করছে।
রাশিয়ার মিডিয়ায় ইরানি জনগণের বিজয়বার্ষিকী উদযাপনের প্রতিচ্ছবি
রাশিয়ার সংবাদ সংস্থা বেলতা জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির জনগণকে ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকীতে অভিনন্দনবার্তা দিয়েছেন।
এদিকে, রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া-টুডে ১০ ফেব্রুয়ারির মিছিলের কথা উল্লেখ করে জানিয়েছে: ইরান তাদের বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকী উদযাপন করেছে। সোমবার সকাল থেকে তেহরানসহ ইরানের অন্যান্য শহরে এ উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিকও জানিয়েছে: ইরান ইসলামী বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকী উদযাপন করেছে। রাশিয়ার এই সংবাদমাধ্যম আরও জানিয়েছে: ইরানিরা সোমবার তাদের বিপ্লবের ৪৬তম বার্ষিকীতে দেশজুড়ে বিশাল মিছিল করেছে।
ইংরেজি গণমাধ্যমে ইরানি জনগণের গৌরবময় বিজয় মিছিলের প্রতিচ্ছবি
সংবাদ সংস্থা রয়টার্স ইসলামি বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ইরানি জনগণের অংশগ্রহণের খবরটিকে এভাবে প্রচার করেছে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের সাথে আলোচনায় বসার মার্কিন প্রচেষ্টায় তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তায় ইরানের ওপর তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনরায় প্রয়োগ করেছেন।
লন্ডন থেকে প্রকাশিত একটি আরবি সংবাদপত্রও লিখেছে: সোমবার সকাল থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় গণমানুষের স্বতস্ফূর্ত মিছিলের সরাসরি দৃশ্য সম্প্রচার করেছে, সাথে তাদের জাতীয় সঙ্গীতও বাজানো হয়েছে। রাই-আল-ইয়াওম সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের বাসিন্দারা ভোরবেলা থেকেই রাজধানীর আজাদি টাওয়ারের আশেপাশের মূল সমাবেশস্থলে পৌঁছে যায়। ওই মিছিলে অংশগ্রহণকারী বহু ইরানি পরিবার ইরানের সবুজ, সাদা এবং লাল রঙের জাতীয় পতাকাসহ লেবাননের হিজবুল্লাহর পতাকা এবং ইরানের সর্বোচ্চ নেতার ছবিও উত্তোলন করে।
আরবি গণমাধ্যমে ইসলামি বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকী উদযাপনের প্রতিচ্ছবি
বিজয় দিবস উদযাপনের ওপর করা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের এই অংশটি উল্লেখ করেছে আল আরাবিয়া: পাহলভি শাসনের অবসান এবং ধর্মীয় শাসন প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপিত হয়েছে ইরানে। মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে প্রস্তাব দিয়েছেন তিনি ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চান।
ইয়েমেনের আল-মাসিরাহ নেটওয়ার্কও ১০ ফেব্রুয়ারির বিজয় বার্ষিকীর খবর জানিয়ে লিখেছে: সোমবার সকালে ইসলামী বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকী উপলক্ষে তেহরান এবং ইরানের অন্যান্য শহরে বিজয় মিছিল শুরু হয়েছে। এই মিছিলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকার পাশাপাশি, ইয়েমেন, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিন,পপুলার মোবিলাইজেশন ইউনিট এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর পতাকাও উত্তোলন করা হয়েছে। প্রতি বছর অনুষ্ঠিত এই বিজয় শোভাযাত্রার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নেতাদের কফিন। এ বছরও তা প্রত্যক্ষ করা গেছে। এই কফিনের মাধ্যমে ইরানি জনগণ ইসরাইলি অপরাধের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করে।
লেবাননের আল-মানার টিভি নেটওয়ার্ক ইরানের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় অনুষ্ঠিত জনতার বিজয় মিছিলের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে।
লেবাননের আল-আহদ নিউজ এজেন্সি ইরানের ইসলামী বিপ্লবের ৪৬তম বিজয় বার্ষিকীতে অনুষ্ঠিত বিশাল শোভাযাত্রার খবর দিয়েছে। আল-আহদ লিখেছে: ইসলামী বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকীতে ইরানের জনগণ রাজধানী তেহরান এবং ইরানের অন্যান্য প্রদেশেও বিশাল পদযাত্রার আয়োজন করেছে।
এরইমধ্যে আল-মায়াদিন নেটওয়ার্কও তেহরানের আপামর জনগণের বিজয় মিছিল কভার করেছে এবং সরাসরি সম্প্রচারও করেছে।
ইরাকি নিউজ নেটওয়ার্ক আল-আহদও ইরানের ইসলামী বিপ্লবের ৪৬তম বিজয়বার্ষিকী উদযাপনের দৃশ্য সম্প্রচার করেছে। আল-আহদ ইরানের বিজয় উদযাপনের দৃশ্য সম্প্রচারকালে হজ কাসেম ক্ষেপণাস্ত্র প্রদর্শনের কথাও উল্লেখ করেছে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।