খ্রিস্টপূর্ব ৫ম সহস্রাব্দের ইরানের সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার
https://parstoday.ir/bn/news/iran-i147526-খ্রিস্টপূর্ব_৫ম_সহস্রাব্দের_ইরানের_সর্বশেষ_প্রত্নতাত্ত্বিক_নিদর্শন_আবিষ্কার
পার্সটুডে-চীনের প্রাচীরের সনাক্তকৃত প্রাচীনতম অংশটি আবিষ্কৃত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১৫:৫৬ Asia/Dhaka
  • ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে খ্রিস্টপূর্ব পঞ্চম সহস্রাব্দের একটি শিশু সমাধিস্থল আবিষ্কার
    ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে খ্রিস্টপূর্ব পঞ্চম সহস্রাব্দের একটি শিশু সমাধিস্থল আবিষ্কার

পার্সটুডে-চীনের প্রাচীরের সনাক্তকৃত প্রাচীনতম অংশটি আবিষ্কৃত হয়েছে।

প্রত্নতাত্ত্বিকরা চীনের মহাপ্রাচীরের প্রাচীনতম অংশটি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। ওই প্রাচীরের বয়সকে আগেকার ধারনার চেয়ে আরও ৩০০ বছর পেছনে নিয়ে গেছে। পার্সটুডে-র মতে, শানদুয়াং প্রদেশের জিনান শহরের চাংচিঙ এলাকায় ওই প্রাচীরের প্রাচীনতম অংশটি আবিষ্কার করা হয়েছে।

অসাধারণ এই আবিষ্কারটি পশ্চিম ঝৌ রাজবংশের শেষের দিকের (১০৪৬ থেকে ৭৭১ খ্রিস্টপূর্বাব্দ) এবং বসন্ত ও শরতের প্রথম দিকের (৭৭০ থেকে ৪৭৬ খ্রিস্টপূর্বাব্দ) সময়কালের।

চীনের মহাপ্রাচীরটি চীন রাষ্ট্রের যুদ্ধবাজ সরকারগুলোর সময়কালে (৪৭৫ থেকে ২২১ খ্রিস্টপূর্বাব্দ) নির্মিত হয়েছিল। এই প্রাচীরটি শানদুয়াংয়ের ৬০০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত। চীনা সরকারের প্রতিরক্ষার জন্য এই প্রাচীরটি নির্মিত হয়েছিল।

 

ইরানের সর্বশেষ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার উন্মোচন

এদিকে, ইরানের বার্ষিক প্রত্নতত্ত্ব সম্মেলন গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। ফার্সি ১৪০২ সালে আবিষ্কৃত সর্বশেষ ইরানি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রদর্শনের মাধ্যমে শুরু হয় ওই সম্মেলন। ইরানের (উত্তর-পশ্চিমাঞ্চলীয়) পশ্চিম আজারবাইজান প্রদেশের 'চাপরাবাদ' নামক এলাকার ডুবে যাওয়া স্থানে খ্রিস্টপূর্ব পঞ্চম সহস্রাব্দের একটি শিশু সমাধিস্থল ছিল ওই প্রদর্শনীর বিশেষ আবিষ্কারগুলোর অন্যতম। এই প্রদর্শনীতে ১৩টি অঞ্চলের ২৭৩টি নিদর্শন স্থান পেয়েছে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।