তিন ইউরোপীয় দেশের কূটনীতিকদের তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i148006-তিন_ইউরোপীয়_দেশের_কূটনীতিকদের_তলব_করল_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করায় তিন ইউরোপীয় দেশের কূটনীতিকদের তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৪, ২০২৫ ১৪:১৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করায় তিন ইউরোপীয় দেশের কূটনীতিকদের তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক মোহাম্মাদ হাসাননেজাদ পিরকুহি বৃহস্পতিবার ফরাসি ও জার্মান রাষ্ট্রদূত এবং ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তার দপ্তরে ডেকে পাঠান। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতির অপব্যবহার করার জন্য ওই তিন দেশকে অভিযুক্ত করেন।

পিরকুহি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে রুদ্ধদ্বার বৈঠকের কোনো কারিগরি বা আইনগত বৈধতা নেই। উত্তেজনা বৃদ্ধি করার জন্য এটিকে আমেরিকার একতরফা বিদ্বেষী আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি উস্কানিমূলক রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান।

ইরানের এই কর্মকর্তা ইউরোপীয় কূটনীতিকদের আরো বলেন, যে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে, সেই আমেরিকার অনুরোধে সেই নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী রুদ্ধদ্বার বৈঠক আইন ভঙ্গকারীকে প্রশ্রয় দেয়ার শামিল।

ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের এক বৈঠকের কয়েক দিনের মাথায় নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হলো। ভিয়েনা বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।

পিরকুহি এ সম্পর্কে বলেন, ইরান যখন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না বরং বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করছে তখন নিরাপত্তা পরিষদের এ ধরনের আচরণে আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে।

তিন ইউরোপীয় কূটনীতিক ইরানের প্রতিবাদের কথা নিজ নিজ দেশের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪