প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইরান-জাপান সহযোগিতার এক নতুন অধ্যায়
এক বৈঠকে ইরান ও জাপানের যোগাযোগ উপমন্ত্রীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং টেকসই যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন।
ইরানি সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নীতি, পরিকল্পনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতির উপমন্ত্রী এহসান চিটসাজ আজ বুধবার টোকিওতে জাপানের অভ্যন্তরীণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের (এমআইসি) আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী তাকু ইমাগাওয়ার সাথে দেখা করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, স্টার্টআপ ইকোসিস্টেমকে সমর্থন এবং ডেটা গভর্নেন্সের ক্ষেত্রে ইরানের কৌশলগত কর্মসূচির সূচনা করার সময় তিনি জাপানের সঙ্গে সহযোগিতাকে এই কর্মসূচিগুলো সম্প্রসারণের জন্য একটি মূল্যবান সুযোগ বলে মনে করেন।
জাপানের যোগাযোগ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী তাকু ইমাগাওয়াও ইসলামি প্রজাতন্ত্র ইরানের যোগাযোগ উপমন্ত্রীর প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন এবং জাপান ও ইরানের মধ্যে ডিজিটাল সহযোগিতার একটি নতুন অধ্যায় শুরু করার জন্য তার দেশের পূর্ণ প্রস্তুতির কথা জানান। এই বৈঠকে তিনি বলেন: "ইরান স্থানীয় এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে ডিজিটালাইশনের পথ অনুসরণ করছে এবং জাপান এই পদ্ধতিকে সমর্থন করে এবং ইরানের গঠনমূলক প্রস্তাবগুলো পরীক্ষা করে এই সহযোগিতা বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।"
পরিশেষে,উভয় পক্ষ নির্ধারিত লক্ষ্যগুলোর দিকে নজর দেয়ার জন্য এবং এগুলো অর্জনের জন্য একটি যৌথ নির্বাহী কর্মী বাহিনী গঠনে সম্মত হয়েছে।
পার্সটুডে/বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।