২৫ দেশে ইরানের ট্রাক্টর রপ্তানি
পার্সটুডে- ইরানের তৈরি ট্রাক্টর ২৫টি দেশে রপ্তানি হচ্ছে। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই কৃষি খাতের উন্নয়নে যেসব বাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার একটি হলো ট্রাক্টর।
পার্সটুডে'র তথ্য বলছে, ইরানের অন্যতম প্রধান শিল্পগুলোর একটি হচ্ছে কৃষি যন্ত্রপাতি উৎপাদন শিল্প। ৬ দশকেরও বেশি পুরনো একটি শিল্প এটি।
ইরান ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি
সাম্প্রতিক বছরগুলোতে ইরান ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিভিন্ন মডেলের ট্র্যাক্টর তৈরি করে কৃষকদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। ছোট ও হালকা ট্রাক্টর থেকে শুরু করে শিল্প কাজের জন্য ভারী যন্ত্রপাতিও উৎপাদন করছে এই কোম্পানি।
কৃষি খাতের উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তাবরিজ শহরে ইরান ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি দ্রুত এই অঞ্চলের বৃহত্তম ট্রাক্টর প্রস্তুতকারী কোম্পানিগুলোর একটি হয়ে ওঠে। প্রথম দশকগুলোতে ইরানি ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি অন্য কোম্পানিগুলো বিশেষকরে রোমানিয়ান ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (ইউটিবি) এবং ফিয়াটের মতো স্বনামধন্য তার কার্যক্রম সম্প্রসারণ করে।
সময়ের সাথে সাথে এবং দেশীয় জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইরান ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিভিন্ন দেশে তার পণ্য রপ্তানি করতে এবং বিশ্ব বাজারে একটি বিশেষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
২৫ দেশে রপ্তানি করুন
ইরানের বৃহত্তম কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী হিসেবে ইরান ট্রাক্টর ইরান ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ২৫টি দেশে তার পণ্য রপ্তানি করেছে। এসব পণ্য জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, তুরস্ক, ইরাক, আফগানিস্তান, আজারবাইজান প্রজাতন্ত্র, ভেনিজুয়েলা এবং কিছু আফ্রিকান দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। প্রতিবেশী দেশগুলোতে ইরানি পণ্যের চাহিদা ব্যাপক। যেমন, ইরাক ও আফগানিস্তানের ট্রাক্টরের চাহিদার ৭০ থেকে ৮০ শতাংশ ইরান পূরণ করছে।
রপ্তানির পাশাপাশি কোম্পানিটি ভেনিজুয়েলা এবং তাজিকিস্তানে ট্রাক্টর উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে এবং অন্যান্য দেশেও উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।