ভবিষ্যৎ প্রযুক্তির পথে ইরান ও রাশিয়া; কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও ফোটনিক্সে সহযোগিতা
-
(ডানে) হোসেইন আফশিন (বাম) আন্দ্রে ফুরসেঙ্কা
পার্স টুডে - ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ইরান সরকার উদীয়মান প্রযুক্তি ও মৌলিক বিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম ও ফটোনিক্স ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এই বিষয়ে রাশিয়ার সাথে যৌথ সহযোগিতায় আগ্রহী।
রাশিয়ার প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী 'আন্দ্রেই ফুরসেঙ্কো'র নেতৃত্ব একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি তেহরান সফর করেছেন। তিনি ইরানের ভাইস প্রেসিডেন্ট 'হোসেইন আফশিন'-এর সাথে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত প্রযুক্তি এবং বিভিন্ন শিল্পে এগুলোর ব্যবহার নিয়ে আলোচনা হয়।
পার্স টুডে জানিয়েছে, বৈঠকে ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সক্ষমতার কথা উল্লেখ করে 'হোসেইন আফশিন' বলেন, "অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় কম্পিউটিং অবকাঠামোতে কম বিনিয়োগ সত্ত্বেও ইরান এক বছরেরও কম সময়ে উপযুক্ত অবকাঠামো গড়ে তুলেছে এবং এই ক্ষেত্রে অত্যন্ত দক্ষ মানবসম্পদ তৈরি করতে সক্ষম হয়েছে।"
কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সংযোগের গুরুত্ব তুলে ধরে হোসেইন আফশিন বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রোগ্রামারদের একার কাজ নয়। এখানে বিভিন্ন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং এআই বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ।"
রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ সহকারী ইরানের সাথে সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে আধুনিক বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, "জটিল সমস্যা সমাধান ও প্রক্রিয়া অপ্টিমাইজেশনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।"
কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে উল্লেখ করে ফুরসেঙ্কো বলেন, "যদি সঠিকভাবে ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, তাহলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব এবং বর্তমান সমস্যাগুলোর জন্য উদ্ভাবনী সমাধান প্রদান করা যাবে।"
পার্সটুডে/এমএআর/৪