নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ
(last modified Mon, 05 May 2025 14:24:18 GMT )
মে ০৫, ২০২৫ ২০:২৪ Asia/Dhaka
  • ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি
    ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি

পার্সটুডে-ইরানের সংসদ মজলিসে শুরার গবেষণা কেন্দ্র ঘোষণা করেছে যে গত বছর (ফার্সি ১৪০৩) ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল প্রায় ৩ শতাংশ।

মজলিসে শুরার গবেষণা কেন্দ্র সোমবার ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির সর্বশেষ অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পার্সটুডে জানিয়েছে, কেন্দ্রের হিসাব অনুসারে ১৪০২ সালের তুলনায় ১৪০৩ সালে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.৮ শতাংশ এবং তেল বহির্ভুত প্রবৃদ্ধি প্রায় ২.৭ শতাংশ।

এই প্রতিবেদন অনুসারে, ১৪০৩ সালের মার্চ মাসে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের একই মাসের তুলনায় ৩.৬ শতাংশ এবং তেল বহির্ভুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.২ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রের প্রতিবেদনে আরও দেখানো হয়েছে, ফার্সি ১৪০৩ সালের সর্বশেষ মাস এসফান্দে আগের বছরের একই মাসের তুলনায়, কৃষি খাতের প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, শিল্প ও খনিজ গোষ্ঠীর ৩.১ শতাংশ এবং পরিষেবা গোষ্ঠীর ৫.১ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

ইরানের পার্লামেন্ট রিসার্চ সেন্টারের গবেষণার ফলাফল অনুসারে, ১৪০৩ সালের এসফান্দে তেল খাতে ইরানের জিডিপি ৩.৬ শতাংশ এবং তেল বহির্ভুত খাতে ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।