বিশ্বের কিছু সংসদ গাজায় হত্যাকারীদের সাহায্য করছে: ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Wed, 11 Jun 2025 13:51:26 GMT )
জুন ১১, ২০২৫ ১৯:৫১ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ খামেনেয়ী
    আয়াতুল্লাহ খামেনেয়ী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ সদস্যরা আজ (বুধবার) ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি ঈদে গাদির উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি ঈদে গাদিরকে সমগ্র মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে বর্ণনা করেন।

 একই সঙ্গে তিনি ইমাম হাদি (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন জানান।
গাজায় যারা মানুষ খুন করছে বিশ্বের কিছু সংসদ সেই খুনিদেরকে সহযোগিতা করছে বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, যে সংসদ ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দেয় এবং দুর্বলদের আরও দুর্বল করে তোলার চেষ্টা রুখে দেয় সেটি কখনোই জুলুম ও বৈষম্যের সহায়ক, নিপীড়নকারী এবং গাজার খুনিদের সমর্থক সংসদের মতো নয়।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, সংসদের অবশ্যই বিপ্লবী দৃষ্টিভঙ্গি থাকা উচিৎ। বিপ্লবী দৃষ্টিভঙ্গির অর্থ হলো আদর্শের দিকে এগিয়ে যাওয়া, মত প্রকাশে সাহসী হওয়া, ব্যক্তিগত লক্ষ্য ও স্বার্থকে পাশ কাটিয়ে আল্লাহকে খুশি করে এমন বিষয়কে গুরুত্ব দেওয়া, সুস্পষ্ট ও দৃঢ়ভাবে কথা বলা এবং সিদ্ধান্ত গ্রহণ করা।

সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরানের সংসদ একটি বিপ্লবী সংসদ, কিন্তু বিপ্লবী হওয়া মানে কেবল হৈচৈ করা নয়, বিপ্লবী হওয়ার অর্থ কী তা বোঝার ক্ষেত্রে ভুল করা যাবে না, সতর্ক থাকতে হবে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।