হযরত আলী (আ.)-এর প্রতি ভালোবাসা ঈমানের অংশ: ইরানের সুন্নি ইমাম
-
ইরানের সিস্তান ও বেলুচেস্তানে পবিত্র ঈদুল গাদির উদযাপন
পার্স টুডে: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিরজাভেহ শহরের সুন্নি ইমাম বলেছেন, "গাদীরে খুমের ঘটনা সুন্নি সম্প্রদায়ের নির্ভরযোগ্য কিতাবেও বর্ণিত হয়েছে। হযরত আলী (আ.)-এর প্রতি ভালোবাসা সুন্নিদের ঈমানেরই অংশ।"
ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের মিরজাভেহ শহরের সুন্নি মাযহাবের জুমার ইমাম মৌলভী আব্দুর রহিম রিগিয়ানপুর বলেন, "গাদীরে খুমের ঐতিহাসিক ঘটনা সুন্নি সম্প্রদায়ের প্রামাণিক গ্রন্থসমূহে উল্লেখ করা হয়েছে। হযরত আলী (আ.)-এর প্রতি মহব্বত আমাদের ঈমানের অঙ্গ।"
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্নিরা বিশ্বাস করেন যে, ঈদের গাদীরের ঘটনাটি সত্য এবং এতে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.), ইমাম আলী (আ.)-এর সাহস, ভালোবাসা, বিশ্বাস, তাকওয়া এবং ন্যায়বিচারের কথা বলেছেন যাতে তা ইতিহাসে চিরকাল এবং কেয়ামত পর্যন্ত লিপিবদ্ধ থাকে।
মিরজাভেহ'র সুন্নি ইমাম আরও বলেন, "শত্রুরা 'মহব্বতের সীমানা' তৈরি করার কৌশলে শিয়া ও সুন্নিদের মধ্যে হযরত আলী (আ.)-এর প্রতি ভালোবাসাকে বিভক্ত করতে চায়, যেন তাঁকে শুধুমাত্র শিয়াদের জন্য সীমাবদ্ধ করে দেওয়া হয়। ইহুদি ও ইসলামের শত্রুরা ইসলামের শক্তি বৃদ্ধিতে ভীত। তাই তারা এমন সব বিষয় নিয়ে কাজ করে যা বিভেদ সৃষ্টির সুযোগ তৈরি করে। ইসরাইল ও ইসলামের শত্রুরা ভিন্ন ব্যাখ্যার মাধ্যমে বিভেদ সৃষ্টি করতে চায় এবং তারা এজন্য অপব্যবহারের সুযোগ খুঁজছে।"
এ প্রসঙ্গে, জাহেদান শহরের ইসলামিক প্রচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জাওয়াদ হায়েরি বলেন: "সিস্তান ও বেলুচিস্তানে ঈদে গাদীরে উপলক্ষে আয়োজিত বিশাল উৎসব, ইসলামী ঐক্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এই দিনে শিয়া ও সুন্নিরা সম্পূর্ণ শান্তি ও পারিবারিক পরিবেশে একসাথে 'কিলোমিটারজুড়ে গাদীর উৎসব'-এ অংশগ্রহণ করে, যা এই অঞ্চলের নিরাপত্তা ও গভীর জনসম্প্রীতিরই প্রতীক।"
তিনি আরও বলেন: "'কিলোমিটারজুড়ে গাদীরের মাহফিল' ইরানি জাতির জন্য একটি ঐশী নিয়ামত, যেখানে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের ইসলামী সংহতির স্বাক্ষর রাখে। যেমন আল্লাহ্ বলেছেন—'সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধর এবং বিভক্ত হয়ো না।' আমাদের জনগণ এই ঐশী নির্দেশনা ও আহলে বাইত (আ.)-এর পথ ধরে নিজেদের দীনকে পূর্ণ করেছে এবং আল্লাহর নিয়ামত উপলব্ধি করেছে।"
এই বক্তব্যগুলো ইসলামি উম্মাহর মধ্যে সংহতি, ভ্রাতৃত্ব এবং বিভেদ-সৃষ্টিকারী অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ।#
পার্সটুডে/এমএআর/১১