নয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু এবং ষষ্ঠ প্রজন্মের উন্নত মেশিন ব্যবহার করবে ইরান
(last modified Thu, 12 Jun 2025 13:06:49 GMT )
জুন ১২, ২০২৫ ১৯:০৬ Asia/Dhaka
  • আইএইএ\'র রাজনৈতিক প্রস্তাবের ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া
    আইএইএ\'র রাজনৈতিক প্রস্তাবের ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরানের আণবিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রস্তাব সম্পর্কে যৌথ বিবৃতি দিয়েছে।

আমেরিকাসহ তিন ইউরোপীয় দেশের ইরান বিরোধী প্রস্তাব পাস করার পদক্ষেপের নিন্দা জানিয়ে ওই যৌথ বিবৃতি জারি করা হয়েছে। প্রস্তাবটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আইনি ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে বিবৃতিতে।

বার্তা সংস্থা ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরানের আণবিক শক্তি সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান সবসময় তার অঙ্গিকারের প্রতি অটল অবিচল ছিল। এখন পর্যন্ত আইএইএ'র প্রতিবেদনে ইরানের অঙ্গিকারাবদ্ধ না থাকার ব্যাপারে কোনো মন্তব্য করা হয় নি এমনকি শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারেও কোনোরকম বিচ্যুতি ছিল বলে বলা হয় নি।

ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়,পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরানের আণবিক শক্তি সংস্থার যৌথ বিবৃতিতে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা তার সুরক্ষামূলক বাধ্যবাধকতাগুলো মেনে চলেছে। এখন পর্যন্ত সংস্থার কোনও প্রতিবেদনে ইরান তার ওপর আরোপিত শর্তাবলি মেনে না চলা কিংবা ইরানের পারমাণবিক কার্যকলাপে বিচ্যুতির কোনো কথা উল্লেখ করা হয় নি।

বিবৃতিতে বলা হয়েছে: এই প্রস্তাব রাজনৈতিক এবং পক্ষপাতমূলক হলেও ইরানের পক্ষে জবাব না দেওয়ার কোনো বিকল্প নেই। এ প্রসঙ্গে, জ্বালানি সংস্থার প্রধান কর্তৃক প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে যাতে একটি নিরাপদ স্থানে একটি নতুন সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করা যায় এবং ফোরডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রথম প্রজন্মের মেশিনগুলোকে ষষ্ঠ প্রজন্মের উন্নত মেশিন দিয়ে প্রতিস্থাপন করা যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স-এই চারটি দেশের তৈরি করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।  অথচ ও্ই দেশগুলো পারমাণবিক অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার ও উন্নয়ন রোধ চুক্তি থেকে ইহুদিবাদী ইসরাইলের প্রত্যাহার সম্পর্কে নীরব রয়েছে। চুক্তির সদস্য রাষ্ট্রগুলো শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার জন্য ইহুদিবাদী ইসরাইলের হুমকির বিষয়ে কোনও পদক্ষেপ নেয় নি।#

পার্সটুডে//এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।