আমেরিকার ধাঁচের আর কোনো আলোচনায় যাবে না ইরান
(last modified Mon, 30 Jun 2025 12:13:00 GMT )
জুন ৩০, ২০২৫ ১৮:১৩ Asia/Dhaka
  • • হোয়াইট হাউসের দৃষ্টিকোণ থেকে আলোচনার অর্থ: নিঃশর্ত আত্মসমর্পণ
    • হোয়াইট হাউসের দৃষ্টিকোণ থেকে আলোচনার অর্থ: নিঃশর্ত আত্মসমর্পণ

পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের কর্মকাণ্ড কূটনীতিকে ধ্বংস করেছে।

"সোমবার প্রকাশিত রাশিয়া টুডে নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন: অন্য দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেতাদের প্রতি অপমানজনক এবং অভদ্র ব্যবহার করা অত্যন্ত বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য। এই ধরণের আচরণ মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করবে।" পার্সটুডে জানিয়েছে, বাকাই স্পষ্ট করে বলেছেন: "আমরা আলোচনা প্রক্রিয়ার মাঝামাঝি ছিলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ইহুদিবাদী ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সবুজ সংকেত নিয়ে, মাসকাটে ষষ্ঠ দফা আলোচনা শুরুর মাত্র দুই দিন আগে ইরানে আক্রমণ করে বসে।"

ইরান কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "আমরা সবসময় কূটনীতিকে সমর্থন করেছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পদক্ষেপ কূটনীতিকে ধ্বংস করেছে এবং এটা ছিল কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা।"

নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার বিষয় হতে পারে না

এই প্রেক্ষাপটে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি রবিবার সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে তেহরান ও তেল আবিবের মধ্যে সংঘাতের কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্টের চাপ ইরান কেন এখনও মেনে নেয়নি, এই প্রশ্নের জবাবে বলেন: "নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার বিষয় হতে পারে না; এমন আচরণ আমাদের উপর তাদের নীতি বা নির্দেশ চাপিয়ে দেয়ার শামিল।" ইরাভানি আরও বলেন: যদি তারা আলোচনা করতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও প্রস্তুত। কিন্তু যদি তারা কোনো শর্ত আরোপ করতে চায়, তাহলে তাদের সাথে কোনও আলোচনা সম্ভব নয়।

মার্কিনিদের সাথে আমাদের সাক্ষাতের কোনও কথা হয়নি: তখতে-রাভানচি

ইরানের সংসদের পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তা কমিশনের  বৈঠকে ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখতে-রাভানচিও ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সময় নির্ধারণের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দাবি সম্পর্কে বলেছেন: যে বিষয়গুলি উত্থাপিত হচ্ছে এবং তারা যা বলছে তা সত্য নয়, সে বিষয়ে কোনও কথা তাদের সাথে হয়নি।#

পার্সটুডে/এমআরএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।