ইরানের কোন কোন শহর হস্তশিল্পের ক্ষেত্রে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে?
https://parstoday.ir/bn/news/iran-i150402
বিশ্ব হস্তশিল্প পরিষদ সম্প্রতি বিভিন্ন দেশে নিবন্ধিত বৈশ্বিক হস্তশিল্প শহরগুলোর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
(last modified 2025-07-14T15:10:08+00:00 )
জুলাই ১৪, ২০২৫ ২০:০৭ Asia/Dhaka
  • ইরানের কোন কোন শহর হস্তশিল্পের ক্ষেত্রে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে?
    ইরানের কোন কোন শহর হস্তশিল্পের ক্ষেত্রে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে?

বিশ্ব হস্তশিল্প পরিষদ সম্প্রতি বিভিন্ন দেশে নিবন্ধিত বৈশ্বিক হস্তশিল্প শহরগুলোর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত মোট ৫৯টি শহরকে বিশ্ব হস্তশিল্প শহর হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পার্সটুডে ফার্সির খবরে বলা হয়েছে, ইরানের ১১টি শহর এবং ৩টি গ্রামসহ মোট ১৪টি স্থান তালিকায় স্থান পেয়েছে। এর ফলে গোটা বিশ্বের নিবন্ধিত মোট শহরের ২৪ শতাংশ এবং এই অঞ্চলের ৩২ শতাংশ দখল করে রেখেছে ইরান। নিবন্ধিত শহর ও গ্রামের তালিকা-

শহর:

১- শিরাজ – বিশ্ব হস্তশিল্প শহর

২-মালায়ের –খোদাইয়ের (কাঠ খোদাই) বিশ্ব শহর

৩- ইসফাহান – বিশ্ব হস্তশিল্প শহর

৪- মাশহাদ – রত্নপাথরের বিশ্ব শহর

৫-যাঞ্জান – রুপার শিল্পের (রুপার কারুকাজের) বিশ্ব শহর

৬- তাবরিজ – কার্পেট (গালিচা) শিল্পের বিশ্ব শহর

৭- লালজিন – মাটির পাত্র/সিরামিকের বিশ্ব শহর

৮-আবাদে – খোদাই শিল্পের বিশ্ব শহর

৯- মেইবোদ – জিলু (ঐতিহ্যবাহী হাতের বোনা মাদুর) শিল্পের বিশ্ব শহর

১০- মারিভান – কেলাশ (ঐতিহ্যবাহী কুর্দি জুতো) শিল্পের বিশ্ব শহর

১১- সিরজান – হাতে বোনা পাতলা গালিচা শিল্পের বিশ্ব শহর

গ্রাম:

১- খোরাশাদ- হাতে বোনা শিল্পের বিশ্ব গ্রাম

২- কাসেমাবাদ – তাঁবু বানানো শিল্পের বিশ্ব গ্রাম

৩-কালপুরগান – সিরামিক/মাটির পাত্র তৈরির শিল্পের বিশ্ব গ্রাম

এই তালিকা ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য ও হস্তশিল্প দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।