ইসরাইল বিশ্বের সবচেয়ে একঘরে ও ঘৃণিত শাসনযন্ত্র: আয়াতুল্লাহ খামেনেয়ী
-
আয়াতুল্লাহ খামেনেয়ী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, দখলদার ইসরাইল হচ্ছে বিশ্বের সবচেয়ে একঘরে ও সবচেয়ে ঘৃণিত শাসনযন্ত্র।
গতকাল (রোববার) ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, জায়োনিস্টদের অপরাধ ও নৃশংসতার মাত্রা সত্যিই ভয়াবহ। তারা কোনো ধরণের লজ্জা পায় না এবং প্রকাশ্যে তারা তাদের অপকর্মের কথা বলে বেড়ায়। এটা অবশ্যই বন্ধ করতে হবে। যদিও বড় শক্তি যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের অপরাধের পৃষ্ঠপোষক, এরপরও এই পরিস্থিতি মোকাবেলার পথ বন্ধ হয়ে যায় নি। এই অবস্থার বিরোধী দেশগুলোর উচিৎ ইহুদিবাদী ইসরাইলকে একঘরে করা।
তিনি ইসরাইলের বিরুদ্ধে সবাইকে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের বিরোধিতাকারী মুসলিম ও অমুসলিম দেশগুলোকে বিশেষ করে মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করতে হবে, এমনকি রাজনৈতিক সম্পর্কও ছিন্ন করতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানের কূটনীতির একটি প্রধান দিক হলো: দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য অন্য দেশগুলোকে জোর দেওয়া। সর্বাগ্রে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা, এরপর তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা।
ইরানের প্রেসিডেন্টের সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্টের চীন সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ। ইরানের প্রেসিডেন্টের সাম্প্রতিক চীন সফর অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে। এই সফরে ইতিমধ্যেই কিছু সাফল্য অর্জিত হয়েছে এবং ইনশাআল্লাহ সেগুলোকে আরও এগিয়ে নিতে হবে।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।