ইমাম মাহদির সঠিক পরিচয় বিশ্বে ন্যায়সঙ্গত সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে
https://parstoday.ir/bn/news/iran-i153380-ইমাম_মাহদির_সঠিক_পরিচয়_বিশ্বে_ন্যায়সঙ্গত_সরকার_প্রতিষ্ঠার_পথ_প্রশস্ত_করবে
পার্সটুডে - জামকারান মসজিদের উপ-সাংস্কৃতিক পরিচালক জোর দিয়ে বলেছেন যে মানবতার ত্রাণকর্তা ইমাম মাহদি (আ.)-এর সঠিক পরিচয় তাঁর ন্যায়সঙ্গত সরকারকে গ্রহণ করার জন্য বিশ্বব্যাপী প্রস্তুতির পথ প্রশস্ত করবে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২৫, ২০২৫ ১৭:৪৪ Asia/Dhaka
  • ইমাম মাহদির সঠিক পরিচয় বিশ্বে ন্যায়সঙ্গত সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে

পার্সটুডে - জামকারান মসজিদের উপ-সাংস্কৃতিক পরিচালক জোর দিয়ে বলেছেন যে মানবতার ত্রাণকর্তা ইমাম মাহদি (আ.)-এর সঠিক পরিচয় তাঁর ন্যায়সঙ্গত সরকারকে গ্রহণ করার জন্য বিশ্বব্যাপী প্রস্তুতির পথ প্রশস্ত করবে।

ইরনার বরাত দিয়ে মধ্য ইরানের কোম শহরের জামকারান মসজিদের উপ-সাংস্কৃতিক পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়া মুসলিমিন ইয়াসিন হোসেইনাবাদী জোর দিয়ে বলেছেন যে মানবতার ত্রাণকর্তা ইমাম মাহদী (আ.)-কে মানুষের বিশাল সমাবেশের কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করতে পারেন। তিনি বলেন, যখন আমরা মাহদীবাদকে সীমিত এবং সাম্প্রদায়িকভাবে নয় বরং "বিশ্বব্যাপী ত্রাণকর্তা" এবং ন্যায়বিচার, ত্যাগ, ক্ষমা এবং নিপীড়িতদের প্রতিরক্ষার প্রতীক হিসেবে পরিচয় করিয়ে দিই, তখন কেবল শিয়ারা নয়, মুসলিমরা এমনকি বিশ্বের সমস্ত মুক্তচিন্তাশীল মানুষও এই ধারণার চারপাশে একত্রিত হতে পারে। হোসেইনাবাদী আরো বলেন: মানুষ স্বাভাবিকভাবেই কল্যাণের দিকে ঝুঁকে থাকে; যদি আমরা ইমাম আল-জামান (আ.)-কে সঠিকভাবে পরিচয় করিয়ে দেই, তাহলে আমরা তাঁর ন্যায়সঙ্গত সরকারকে গ্রহণ করার জন্য আবির্ভাব এবং বিশ্বব্যাপী প্রস্তুতির পথ প্রশস্ত করব।

আন্তর্জাতিক প্রচারণা "ইমাম মাহদী কে?" নেদারল্যান্ডসে আগমন

"ইমাম মাহদী কে" বিশ্বব্যাপী প্রচারণা নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত হয়েছিল। এই আন্তর্জাতিক প্রচারণাটি প্রথম ২০২৪ সালে ইরাকে তার কার্যক্রম শুরু করে এবং বিশ্বের ১০ টিরও বেশি দেশে এর গুরুতর কার্যক্রম অব্যাহত রেখেছে। এই প্রচারণার স্লোগান হল "আসুন ইমাম মাহদী (আ.)-কে সঠিকভাবে জানি এবং তাকে বিশ্বের কাছে সঠিকভাবে পরিচয় করিয়ে দেই", এবং এই আন্দোলনে, বিশ্বের ত্রাণকর্তাকে জানার এবং ত্রাণকর্তার আবির্ভাবের পরে একটি শান্তিপূর্ণ ও মানব-কেন্দ্রিক জীবন বোঝার একটি ছোট মডেল তৈরি করা হয়। এটি যে দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে চলেছে তা বিবেচনা করে, এই প্রচারণা নিজের জন্য তিনটি প্রধান দায়িত্ব সংজ্ঞায়িত করেছে, যা হল; স্বীকৃতি এবং জ্ঞান অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, অংশগ্রহণ এবং সেবার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং বিশ্বের নির্যাতিতদের রক্ষা করার জন্য একটি আন্দোলন তৈরি করা।#

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।