বিপ্লবী গার্ড বাহিনী সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফের আদেশ বাস্তবায়নে প্রস্তুত: আইআরজিসি'র সর্বাধিনায়ক
https://parstoday.ir/bn/news/iran-i156324-বিপ্লবী_গার্ড_বাহিনী_সর্বোচ্চ_কমান্ডার_ইন_চিফের_আদেশ_বাস্তবায়নে_প্রস্তুত_আইআরজিসি'র_সর্বাধিনায়ক
পার্সটুডে-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক আইআরজিসি দিবস উপলক্ষে এক বার্তায় জোর দিয়ে বলেছেন: প্রিয় ইরান এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফ, যিনি তার নিজের জীবনের চেয়েও প্রিয়, তাঁর আদেশ এবং পদক্ষেপ বাস্তবায়নে আমরা প্রস্তুত।
(last modified 2026-01-22T10:56:10+00:00 )
জানুয়ারি ২২, ২০২৬ ১৬:৩৩ Asia/Dhaka
  • ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর
    ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর

পার্সটুডে-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক আইআরজিসি দিবস উপলক্ষে এক বার্তায় জোর দিয়ে বলেছেন: প্রিয় ইরান এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফ, যিনি তার নিজের জীবনের চেয়েও প্রিয়, তাঁর আদেশ এবং পদক্ষেপ বাস্তবায়নে আমরা প্রস্তুত।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর শাবানিয়েহ ছুটির দিন এবং আইআরজিসি দিবস উপলক্ষে একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন: ৩ শাবান, শহীদদের নেতা এবং বিশ্বের মুক্ত জনগণের অগ্রসেনানি ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী। ইমাম খোমেনী (রা.)-এর চিরন্তন ও বিস্ময়কর উদ্যোগে এই দিনটিকে "গার্ডস দিবস" নামে নামকরণ করা হয়েছিল। আমি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের, যোদ্ধাদের এবং আশুরার প্রতি আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি-যারা বিপ্লব ও ইসলামী ব্যবস্থার আদর্শ, অর্জন এবং মূল্যবোধ রক্ষার জন্য ইসলামের মুজাহিদীন এবং যোদ্ধাদের সামনের সারিতে জ্বলজ্বল করে, দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা করে এবং ইরান ও ইরানীদের আন্তরিকভাবে সেবা করে।

মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর আরও বলেন: এই উত্তেজনাপূর্ণ মৌসুমে, কারবালায় হুসেইনের (আ) মহাকাব্যের কথা স্মরণ করিয়ে দেয়, আমরা উচ্চস্বরে এবং অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে আমরা রক্ষী, আমরা রক্ষী থাকব, এবং আল্লাহর অনুগ্রহ ও করুণায় প্রিয় ইরানের অন্যান্য বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ যোদ্ধাদের সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা মার্কিন-ইহুদিবাদী ইসরাইলের শত্রুতা ও ঘৃণার ঝড়ের বিরুদ্ধে স্বদেশের কর্তৃত্ব ও সুরক্ষার ঢালকে অতীতের চেয়েও শক্তিশালী করব। আমরা অপরাধী, নৃশংস এবং অমানবিক শত্রুদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভুয়া ও বর্ণবাদী ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করছি, যেন তারা কোনও ভুল হিসাব না করে। তারা যেন ঐতিহাসিক অভিজ্ঞতা এবং আরোপিত ১২ দিনের যুদ্ধ থেকে শিক্ষা নেয়, যাতে তারা আরও বেদনাদায়ক এবং দুঃখজনক পরিণতির মুখোমুখি না হয়। ইসলামী বিপ্লবের রক্ষী বাহিনী এবং প্রিয় ইরান, তাদের হাতের ট্রিগারে রেখে, সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফ, নেতার আদেশ এবং ব্যবস্থা বাস্তবায়নের জন্য আগের চেয়েও বেশি প্রস্তুত, যা তাদের নিজের জীবনের চেয়েও প্রিয়।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন