ট্রাম্পের হুমকির জবাবে আরাকচি বললেন ‘আঙুল ট্রিগারে’
https://parstoday.ir/bn/news/iran-i156540-ট্রাম্পের_হুমকির_জবাবে_আরাকচি_বললেন_আঙুল_ট্রিগারে’
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের নিরাপত্তা হিসাব-নিকাশে পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই এবং আমরা কখনো সেগুলো অর্জনের চেষ্টা করিনি।
(last modified 2026-01-29T06:59:45+00:00 )
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:২৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের নিরাপত্তা হিসাব-নিকাশে পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই এবং আমরা কখনো সেগুলো অর্জনের চেষ্টা করিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বুধবার রাতে এক্স নেটওয়ার্কে লিখেছেন, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী দেশের মাটি, আকাশসীমা এবং আঞ্চলিক জলসীমার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে জবাব দিতে প্রস্তুত। পার্সটুডে অনুসারে, আরাকচি আরো বলেছেন, ১২ দিনের যুদ্ধ থেকে প্রাপ্ত মূল্যবান শিক্ষা আমাদের এখন আরো শক্তি, গতি এবং তীব্রতার সাথে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করেছে। তিনি আরো বলেন, একই সাথে ইরান সর্বদা একটি ন্যায্য এবং পারস্পরিকভাবে উপকারী পারমাণবিক চুক্তিকে স্বাগত জানিয়েছে; এমন একটি চুক্তি যা সমান ভিত্তিতে এবং যেকোনো জবরদস্তি, হুমকি বা ভীতি প্রদর্শন থেকে মুক্ত। একটি চুক্তি যা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ওপর ইরানের অধিকার নিশ্চিত করে এবং পারমাণবিক অস্ত্রের অনুপস্থিতির নিশ্চয়তা দেয়।

২০২৪ সালে অধিকৃত অঞ্চল থেকে ইহুদি অভিবাসন ৩৯% বৃদ্ধি পেয়েছে

ইসরায়েলি পরিসংখ্যান কেন্দ্র এক প্রতিবেদনে আরও জানিয়েছে যে, ২০২৪ সালে অধিকৃত অঞ্চল ছেড়ে যাওয়া ইহুদিদের সংখ্যা ৮২,৭৭৪ জনে পৌঁছেছে, যা ২০২৩ সালে ৫৯,৩৬৬ জন ছিল, যা ৩৯.৪% বৃদ্ধি পেয়েছে। বিপরীতে, ২০২৪ সালে অধিকৃত অঞ্চলে ফিরে আসা ইহুদিদের সংখ্যা কমে ২৪,১৫০ জনে দাঁড়িয়েছে, যা আগের বছরের ২৯,৬০৭ জন ছিল, যা ১৮.৪% হ্রাস পেয়েছে।

হামাস: আমরা কখনও প্রতিরোধ নিরস্ত্রীকরণে সম্মত হইনি

আল জাজিরা কাতারের সাথে এক সাক্ষাৎকারে, হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক প্রতিরোধ শক্তির নিরস্ত্রীকরণের যেকোনো চুক্তি প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন যে হামাস কখনো কোনওভাবেই প্রতিরোধকে আত্মসমর্পণ বা নিরস্ত্রীকরণে সম্মত হয়নি। তিনি আরো উল্লেখ করেছেন যে গাজায় জীবিত এবং মৃত ইসরায়েলি বন্দীদের হস্তান্তর একটি চুক্তির ভিত্তিতে করা হয়েছে। তিনি আরো বলেন,  "ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই বিষয়টিকে কাজে লাগানোর এবং বড়াই করার কোনো অধিকার নেই।" আবু মারজুক জোর দিয়ে বলেন যে গাজায় সমস্ত জীবিত এবং মৃত ইসরায়েলি বন্দীদের একটি চুক্তি অনুসারে এবং প্রতিরোধের শর্তে হস্তান্তর করা হয়েছিল।#

 

পার্সটুডে/এমবিএ//২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।