আগস্ট ০৪, ২০১৬ ১৬:০৮ Asia/Dhaka
  • ইরানে  হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী পালিত

ইরানসহ বিশ্বের নানা অঞ্চলে পালিত হয়েছে হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)'র পবিত্র জন্ম-বার্ষিকী।

আজ থেকে ১২৬৪ চন্দ্র-বছর আগে ১৭৩ হিজরির এই দিনে (১ জিলকদ) জন্মগ্রহণ করেন বিশ্বনবী (সা.)'র আহলে বাইতের সদস্য ইমাম মুসা কাজিম (আ.)'র কন্যা ও ইমাম রেজা (আ.)'র বোন হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)। 

তিনি ২০১ হিজরির ১০ ই রবিউস সানি শাহাদত বরণ করেন ইরানের পবিত্র কোম শহরে। এ সময় তাঁর বয়স ছিল ২৮ বছর।

শাহাদতের ১৭ দিন আগে সভেহ শহরের কাছে তার কাফেলার ওপর হামলা চালানো হলে তিনি আহত হন। বিশ্বনবী (সা.)'র আহলে বাইত ও নবী-বংশের শত্রু আব্বাসিয় শাসকদের লেলিয়ে-দেয়া অনুচররা ওই হামলা চালায়।

ট্যাগ