বিদেশি জঙ্গিদের নাশকতার পরিকল্পনা নস্যাত করে দিয়েছে ইরান
(last modified Thu, 13 Oct 2016 00:33:28 GMT )
অক্টোবর ১৩, ২০১৬ ০৬:৩৩ Asia/Dhaka
  • ইরানি পুলিশের বিশেষ ইউনিটের মহড়া (ফাইল ছবি)
    ইরানি পুলিশের বিশেষ ইউনিটের মহড়া (ফাইল ছবি)

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে উগ্র তাকফিরি জঙ্গিদের একটি নাশকতার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি এ খবর জানিয়ে বলেছেন, এসব জঙ্গির মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।

আলাভি বুধবার তেহরানে এ খবর জানিয়ে আরো বলেন, নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটকের পাশাপাশি প্রায় ১০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে।

তাকফিরি জঙ্গিরা শোকাবহ আশুরার দিন শিয়া মুসলমানদের শোকানুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে মন্ত্রী জানান। মাহমুদ আলাভি বলেন, “ইরানের শত্রুরা বিদেশ থেকে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটিয়ে ইরানে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করতে চায়।”

এর আগে মঙ্গলবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের সীমান্ত দিয়ে বিদেশি জঙ্গিদের অনুপ্রবেশের এক প্রচেষ্টা রুখে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী আইআরজিসি। এ বাহিনীর কুর্দিস্তান শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মাদ হোসেইন রাজাবি এ খবর জানিয়ে বলেন, ওই সন্ত্রাসীরা ছিল কুর্দিস্তান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘পেজাক’র সদস্য।

কুর্দিস্তান প্রদেশের মারিভান অঞ্চলের গোলচিদার এলাকায় পেজাক সন্ত্রাসীদের সঙ্গে আইআরজিসি’র জওয়ানদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইরাকের দিকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ছাড়া, চলতি বছরের গোড়ার দিকে রাজধানী তেহরানসহ ইরানের বহু শহরে সন্ত্রাসী হামলা চালানোর তাকফিরি-ওয়াহাবি ষড়যন্ত্র নস্যাত করে দেয় ইরানের গোয়েন্দা সংস্থাগুলো। সে সময় তেহরানে জঙ্গিদের একটি আস্তানায় হানা দিয়ে বেশ কয়েজন সন্ত্রাসীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে নিরাপত্তা বাহিনী। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ওই আটকাভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩

ট্যাগ