শত্রুদের সব যড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে: ইরানের গোয়েন্দামন্ত্রী
(last modified Mon, 24 Oct 2016 10:33:35 GMT )
অক্টোবর ২৪, ২০১৬ ১৬:৩৩ Asia/Dhaka
  • ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি
    ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি

ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি বলেছেন, তার দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক বিভক্তি সৃষ্টি করার লক্ষ্যে শত্রুদের যড়যন্ত্র চিহ্নিত করে তা নস্যাত করে দেয়া হয়েছে।

গতকাল (রোববার) মধ্যাঞ্চলীয় দেলিজান শহরে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, দেশের ভেতরে শিয়া-সুন্নী এবং সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে বিভেদ ও  বর্ণবৈষম্য সৃষ্টি করার মাধ্যমে শত্রুরা একটি অনিরাপদ পরিবেশ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে শত্রুদের এসব যড়যন্ত্র চিহ্নিত করা হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনীর বুদ্ধিদীপ্ত তৎপরতার ফলে দেশে অনুপম নিরাপত্তা পরিবেশ তৈরি হয়েছে।" শত্রুদের পক্ষ থেকে ইরানের ক্ষতি করার চেষ্টার মধ্যেই এখানে এ ধরণের নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি।

আজকাল পূর্ব এবং পশ্চিম দিক থেকে প্রচুর বিস্ফোরক ইরানে প্রবেশ করছে-এ কথা উল্লেখ করে আলাভি বলেন, ইরানের গোয়েন্দা বাহিনী দেশের ভেতরে বিস্ফোরক পাচার করার সব ধরণের চেষ্টা উন্মোচিত করছে এবং তৎক্ষণাৎ সেই চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। 

ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা বিরাজ করায় বহু বিনিয়োগকারী ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় আগ্রহ প্রকাশ করছে। আর দেশের অভ্যন্তরে শক্তিশালী নিরাপত্তা বলয় সৃষ্টির মাধ্যমেই এটি সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪

 

ট্যাগ