তেল উত্তোলন দ্বন্দ্ব: সৌদির বিরুদ্ধে ইরানকে সমর্থন দিল ওমান
(last modified Wed, 24 Feb 2016 15:32:41 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ২১:৩২ Asia/Dhaka
  • তেল উত্তোলন দ্বন্দ্ব: সৌদির বিরুদ্ধে ইরানকে সমর্থন দিল ওমান

২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তেল উত্তোলন নিয়ে দ্বন্দ্বের মুখে সৌদি আরবের বিরুদ্ধে ইরানকে সমর্থন দিয়েছে ওমান। সৌদি আরব চাইছে ইরান তার তেল উত্তোলন বর্তমান পর্যায়ে রাখুক। তবে ওমান বলছে, তেল উত্তোলন কমানোর যে পরিকল্পনা করা হয়েছে তা থেকে অবশ্যই ইরানকে বাদ দিতে হবে।

গত জানুয়ারি মাসে সৌদি আরব প্রতিদিন ২২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে। সে জায়গায় ইরানের উত্তোলনের পরিমাণ ছিল অনেক কম। ফলে দীর্ঘ দিন নিষেধাজ্ঞার কাবলে থাকা ইরানও চাইছে আন্তর্জাতিক বাজারে তার আগের অংশ বুঝে নিতে। ইরান নিষেধাজ্ঞার আগে প্রতিদিন প্রায় ২১ লাখ ব্যারেল তেল উৎপাদন করত। ইরান এখন আবার সেই পরিমাণ তেল উত্তোলন করতে চায়। কিন্তু তেলের দাম কমে যাওয়ার সৌদি আরব দাবি করছে- ইরান তেল কম উত্তোলন করুক।

সৌদি আরবের এ চাওয়ার বিরোধিতা করে ওমানের তেলমন্ত্রী হামাদ বিন সাইফ আর-রুমি বলেছেন, নিষেধাজ্ঞা ইরানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এখন তার অধিকার আছে তেলের উৎপাদন বাড়ানোর। তিনি আরো বলেন, আশা করা যায় মার্চে তেল উৎপাদনকারী দেশগুলো বৈঠকে বসবে এবং এ সমস্যা নিয়ে আলোচনা হবে। তবে ইরানের তেল উৎপাদন কমানোর বিষয়টি তিনি নাকচ করে দেন।

গত মাসে দোহায় এক বৈঠকে সৌদি আরব, রাশিয়া, ভেনিজুয়েলা ও কাতার তেল উৎপাদনের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশগুলো জানুয়ারি মাসের উত্তোলনের মাত্রা ধরে রাখুক। তবে এ প্রস্তাব মেনে নিলে ইরানের তেল উৎপাদন অনেক কম থাকবে।#

রেডিও তেহরান/এসআই/২৪

ট্যাগ