কয়েকদিনের মধ্যেই এয়ারবাসের বিমান আসবে: ইরানের আশা
(last modified Sun, 08 Jan 2017 12:39:07 GMT )
জানুয়ারি ০৮, ২০১৭ ১৮:৩৯ Asia/Dhaka
  • এয়ারবাসের একটি বিমান (ফাইল ফটো)
    এয়ারবাসের একটি বিমান (ফাইল ফটো)

আগামী কয়েকদিনের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় বিমান নির্মাণ কোম্পানি এয়ারবাস থেকে বিমানের প্রথম চালান বুঝে পাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরান এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ পারভারেশের বরাত দিয়ে আজ (রোববার) এমন আশার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পারভারেশ জানিয়েছেন, আগামী শুক্রবার এ-৩২১ মডেলের একটি বিমান তেহরান এসে পৌঁছাবে এবং এয়ারবাস পরিচালনার জন্য কয়েকমাস ধরে যেসব ব্যক্তি ফ্রান্সে প্রশিক্ষণ নিয়েছেন তারা এ বিমানে করে আসবেন। তিনি আরো জানান, এয়ারবাসের ক্রু’রা বর্তমানে বিমানের বার্তা আদান-প্রদান ব্যবস্থায় ফারসি ভাষা চালু করার কাজ করছেন। আগামী মার্চ মাসের মধ্যে এয়ারবাস থেকে আরো বিমান আসবে বলে জানান পারভারেশ।

গত ৩৭ বছরের মধ্যে ইরানের বিমান বহরে এই প্রথম সম্পূর্ণ নতুন কোনো বিমান যোগ হতে যাচ্ছে। ইরানের বিমান বহরে যে বিমান রয়েছে তার প্রায় সবই ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার আগে কেনা। ইসলামি বিপ্লব সফল হওয়ার পরই ইরানকে নিষেধাজ্ঞার কবলে ফেলা হয়। ফলে ১৯৭৯ সালের পর সব ‘সেকেন্ড হ্যান্ড’ বিমান কিনতে বাধ্য হয়েছে ইরান।

গত ৮ ডিসেম্বর ইরান ও এয়ারবাসের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, ১,৮০০ কোটি ডলারের বিনিময়ে ইরানকে ১০০টি বিমান দেবে এয়ারবাস। এরমধ্যে এ-৩২০ মডেলের ৪৬টি, এ-৩৩০ মডেলের ৩৮টি এবং এ-৩৫০ মডেলের ১৬টি বিমান থাকবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮            

 

ট্যাগ