ফিলিস্তিন এখনো মুসলিম বিশ্বের প্রধান সমস্যা: ইরান
(last modified Thu, 23 Feb 2017 00:51:19 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ০৬:৫১ Asia/Dhaka
  • সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রুহানি; তার ডানে রয়েছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি
    সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রুহানি; তার ডানে রয়েছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে পশ্চিমাদের সৃষ্ট একটি অবৈধ রাষ্ট্র যা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। তিনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রধান সমস্যা বলেও উল্লেখ করেছেন।

ফিলিস্তিনি ইন্তিফাদার প্রতি সমর্থন জানিয়ে তেহরানে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনি অধিবেশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন। তিনি বলেন, সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি জাতির ওপর চরম অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে ইহুদিবাদীরা; অথচ জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ ব্যাপারে নীরব রয়েছে। তিনি অভিযোগ করেন, আরব দেশগুলোর যখন উচিত ছিল ফিলিস্তিনি জাতির পাশে দাঁড়ানো তখন তারা ইহুদিবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদীরা বিশ্ববাসীকে একথা বোঝানোর চেষ্টা করছে যে, বিভিন্ন দেশে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে নিজস্ব আবাসভূমি ছাড়াই জীবন কাটিয়ে দিতে হবে। সেই সঙ্গে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা দশকের পর দশক ধরে ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে আসছিলেন তাকে এখন সন্ত্রাসবাদের সঙ্গে একাকার করে ফেলার একটি ঘৃন্য প্রচেষ্টা  চলছে।

প্রেসিডেন্ট রুহানি মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কথা উল্লেখ করে বলেন, যুদ্ধ, সহিংসতা ও সন্ত্রাসবাদ আজ ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের শত শত আদম সন্তানের প্রাণ কেড়ে নিচ্ছে। এই স্পর্শকতার সময়ে এসব সংঘর্ষ বন্ধের প্রচেষ্টা না চালিয়ে মুসলিম দেশগুলো পরস্পরকে দোষারোপ করে যাচ্ছে। আর এর পুরো ফায়দা ঘরে তুলছে ইহুদিবাদী ইসরাইল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩
 

ট্যাগ