নতুন বছরে আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: তারিক সেলমি
(last modified Sun, 01 Jan 2023 12:46:01 GMT )
জানুয়ারি ০১, ২০২৩ ১৮:৪৬ Asia/Dhaka
  • তারিক সালমি
    তারিক সালমি

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, নতুন বছরে কুদস শরিফ মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। জেহাদে ইসলামির মুখপাত্র তারেক সেলমি আরও বলেন: ইহুদিবাদী ইসরাইলের ডানপন্থী ফ্যাসিবাদী মন্ত্রিসভাকে আমরা ভয় পাই না।

আল-ওহোদ নিউজ সাইট জানিয়েছে,তারিক সেলমি আজ (রবিবার) বলেছেন: আমরা এমন একটি বছর পার করেছি যেখানে ইহুদিবাদী সন্ত্রাসবাদের মোকাবেলায় বীর ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং তাদের আত্মত্যাগ প্রত্যক্ষ করেছি। ফিলিস্তিনিরা এক মুহূর্তের জন্যও ইহুদিবাদীদের সঙ্গে লড়াই বন্ধ করে নি। সালমি আরও বলেন, নতুন বছরে আমরা জেনিন, কুদস, নাবলুস এবং সমগ্র পশ্চিম তীরে আমাদের সংগ্রাম চালিয়ে যাবো। তাইসির আল-জাবারি এবং খালিদ মানসুরের মতো বীর কমান্ডারদের বিজয় ও শাহাদাতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বিজয় ও কুদস মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবো।

জেহাদের এই নেতা বলেন: ইহুদিবাদী ফ্যাসিস্ট ডানপন্থি সরকার এবং তাদের সেনাদের হুমকিকে ফিলিস্তিনিরা ভয় করে না। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালাও এক বক্তৃতায় বলেছেন: খ্রিষ্টিয় নতুন বছর হবে আমাদের জন্য চ্যালেঞ্জ এবং সংঘাতপূর্ণ। ওই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার কোন বিকল্প নেই।

আল-নাখালাহ বিদায়ী সালকে ফিলিস্তিনিদের দৃঢ়তা ও প্রতিরোধের বছর হিসেবে অভিহিত করেন। এই বছরে জেনিন ব্যাটালিয়ন গঠিত হয়েছে এবং রণাঙ্গনে ঐক্য লক্ষ্য করা গেছে বলেও তিনি মন্তব্য করেন।

পশ্চিম তীরে এখন যা ঘটছে তাকে তিনি একটি প্রকৃত সশস্ত্র ইন্তিফাদা বলে উল্লেখ করেন।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ