মার্কিন মিত্ররাই সিরিয়ায় সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র দিয়েছে: আয়াতুল্লাহ কাশানি
(last modified Fri, 07 Apr 2017 12:30:14 GMT )
এপ্রিল ০৭, ২০১৭ ১৮:৩০ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি
    আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বলেছেন, আমেরিকা এবং তার মধ্যপ্রাচ্য অঞ্চলের মিত্ররাই সিরিয়ায় সন্ত্রাসীদের হাতে রাসায়নিক উপাদান ও অস্ত্র তুলে দিয়েছে।

আজ সকালে সিরিয়ায় আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে অস্থায়ী খতিব আরও বলেন, সিরিয়ার সেনাবাহিনী যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে দমন অভিযানে সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছিল তখন সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক দেশগুলো সিরিয় সেনাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার মিথ্যা অভিযোগ আরোপ করছে।

আয়াতুল্লাহ কাশানি বলেন, এ অঞ্চলের যেসব দেশ সিরিয়ায় সন্ত্রাসীদেরকে রাসায়নিক অস্ত্র দিয়েছিল, তারাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের দাবি করছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন পদক্ষেপ,ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ এবং ইয়েমেনে সৌদি আগ্রাসনকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিপদ বলেও প্রখ্যাত এই আলেমে দ্বীন মন্তব্য করেন।

আসছে মে মাসের ১৯ তারিখে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও সিটি কাউন্সিল নির্বাচনে ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে ভোট দেবে বলেও তিনি দৃঢ় আশা প্রকাশ করেন। সর্বোচ্চ নেতা ঘোষিত প্রতিরোধমূলক অর্থনীতিকেই ইরানের অর্থনৈতিক সংকট সমাধাধানের একমাত্র উপায় বলেও জনাব আয়াতুল্লাহ কাশানি উল্লেখ করেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৭

ট্যাগ