সিরিয়ায় ইরানের ভূমিকাকে স্বাগত জানাল জি-সেভেন
(last modified Wed, 12 Apr 2017 00:26:09 GMT )
এপ্রিল ১২, ২০১৭ ০৬:২৬ Asia/Dhaka
  • সাত জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে ফটোসেশন
    সাত জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে ফটোসেশন

শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা ‘জি-সেভেন’-এর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য ইরান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে স্বাগত জানিয়েছেন।

ইতালির লুক্কা শহরে জি-সেভেনের সম্মেলন থেকে ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংকট সমাধানে ইরানের প্রচেষ্টার প্রশংসা করা হয়। সেইসঙ্গে ইরাক, সিরিয়া ও ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা এবং এসব দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ বিরোধী যুদ্ধে ইরানের আরো সহযোগিতা কামনা করা হয়।

এদিকে লুক্কা শহরে অনুষ্ঠিত সম্মেলনে রাশিয়ার ওপর আরো কিছু নিষেধাজ্ঞা আরোপের জন্যে ব্রিটেনের দেয়া প্রস্তাব জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা নাকচ করে দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে রাশিয়াকে দূরে সরিয়ে নেয়ার কৌশল হিসেবে ব্রিটেন এই প্রস্তাব দিয়েছিল।

কিন্তু শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়াকে কোণঠাসা করার পরিবর্তে দেশটির সঙ্গে সংলাপের ওপরেই বেশি জোর দিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২

ট্যাগ