প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে: আয়াতুল্লাহ কাশানি
(last modified Fri, 05 May 2017 14:04:09 GMT )
মে ০৫, ২০১৭ ২০:০৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ ইমামি কাশানি
    আয়াতুল্লাহ ইমামি কাশানি

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিটি পর্বে জাতীয় ঐক্য ও রাজনৈতিক সংহতি বজায় রাখতে হবে।

তিনি বলেন প্রেসিডেন্ট নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে তারচেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ ও জাতির মধ্যকার ঐক্য ও সংহতি। কারণ এই ঐক্য ও সংহতির মধ্য দিয়েই আটত্রিশ বছর আগে অর্জিত ইসলামি বিপ্লব আজকের এ অবস্থানে পৌঁছেছে এবং মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।

বিপ্লব নস্যাত করার উদ্দেশ্যে শত্রুদের ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে আয়াতুল্লাহ কাশানি বলেন, নির্বাচনের প্রচারণার সময় এমন কোনো বিষয় বা পরিকল্পনা তুলে ধরা ঠিক হবে না, যার ফলে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হয়।

সর্বাবস্থায় জাতীয় ঐক্য ও রাজনৈতিক সংহতি বজায় রেখে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানান জুমার খতিব।

আসছে ১৯ মে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

পার্সটুডে/নাসির মাহমুদ/৫

 

ট্যাগ