ইরানকে একঘরে করার শক্তি আমেরিকার নেই: সালেহি
(last modified Tue, 23 May 2017 22:30:42 GMT )
মে ২৪, ২০১৭ ০৪:৩০ Asia/Dhaka
  • ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি
    ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশকে একঘরে করে ফেলার শক্তি ওয়াশিংটনের নেই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে গিয়ে ইরানকে একঘরে করে ফেলার যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালেহি একথা বলেন।

ট্রাম্প গত রোববার রিয়াদে কিছু মুসলিম দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলতে হবে।

এর প্রতিক্রিয়ায় আলী আকবর সালেহি আজ ফরাসি দৈনিক লো ফিগারোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকার জানা উচিত ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকার সময়ও তেহরান একঘরে ছিল না বরং দেশটির উন্নতির ধারা অব্যাহত ছিল।

তিনি আরো বলেন, আমেরিকা পারস্য উপসাগরীয় দেশগুলোর সম্পদ সর্বোচ্চ মাত্রায় লুট করে নিয়ে যেতে চায়। এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট এসব দেশের সামনে ইরানকে হুমকি হিসেবে তুলে ধরে এই দেশগুলোর কাছে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির ক্ষেত্র সৃষ্টি করতে চেয়েছেন।

ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা বাতিল করার যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, এটি বাতিল করা হলে ইরান নিজের পরমাণু তৎপরতা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেবে।

ইরান ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত বেধে গেলে পরিণতি কি হতে পারে -লো ফিগারোর সাংবাদিকের এমন এক প্রশ্নের উত্তরে সালেহি বলেন, তেহরানের বিরুদ্ধে রিয়াদের হুমকি অনেকটা শিশুসুলভ আচরণ হয়ে যায়। কারণ, সৌদিরা ভালো করে জানে সামরিক দিকে দিয়ে ইরান তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪

 

 

ট্যাগ