তেহরানে হামলাকারী ৫ সন্ত্রাসীর নাম ও ছবি প্রকাশ করল গোয়েন্দা মন্ত্রণালয়
(last modified Thu, 08 Jun 2017 10:06:52 GMT )
জুন ০৮, ২০১৭ ১৬:০৬ Asia/Dhaka
  • তেহরানে হামলাকারী ৫ সন্ত্রাসীর নাম ও ছবি প্রকাশ করল গোয়েন্দা মন্ত্রণালয়

তেহরানে হামলাকারী পাঁচ সন্ত্রাসীর ছবি ও নাম প্রকাশ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হামলাকারী সবাই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্য। পাঁচ জনই ইরানি এবং দায়েশে যোগ দিয়ে তারা ইরান ত্যাগ করেছিল। দায়েশকে আইএস, আইএসআইএল ও আইএসআইএস নামেও অভিহিত করা হয়।

গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে সন্ত্রাসীদের ছবি ও নামের প্রথম অংশ প্রকাশ করে বলা হয়েছে, নিরাপত্তা ও সামাজিক সংক্রান্ত কিছু বিষয় বিবেচনায় নিয়ে সন্ত্রাসীদের পারিবারিক বা বংশগত নাম প্রকাশ করা হলো না।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত সন্ত্রাসীরা এর আগে ইরাকের মসুল ও সিরিয়ার রাকাতে দায়েশের হয়ে যুদ্ধ করেছে। গত বছরও এসব সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে একবার ইরানে ঢুকেছিল এবং ব্যর্থ হয়ে আবারও ফিরে গিয়েছিল বলে জানানো হয়েছে। সে সময় এসব সন্ত্রাসীর নেতা আবু আয়শা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮

ট্যাগ