‘সন্ত্রাসীগোষ্ঠীর কাছ থেকে ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ইরান’
(last modified Mon, 26 Jun 2017 13:23:23 GMT )
জুন ২৬, ২০১৭ ১৯:২৩ Asia/Dhaka
  • ‘সন্ত্রাসীগোষ্ঠীর কাছ থেকে ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ইরান’

ইরানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী গোষ্ঠী কাছ থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করছে। আর এর মধ্যে দিয়ে সন্ত্রাসীগোষ্ঠীর প্রতি চরম আঘাত হানা হয়েছে জানিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি।

তিনি আজ(সোমবার) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা জানান। তিনি বলেন, সময়মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সন্ত্রাসী একটি গোষ্ঠীর প্রতি গতকাল চরম আঘাত হানা হয়েছে। এ সন্ত্রাসী গোষ্ঠীর কাছে ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ছিল বলেও জানান তিনি।

পরিস্থিতি ইরানি নিরাপত্তা বাহিনীর পুরো নিয়ন্ত্রণে রয়েছে জোর দিয়ে উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ত্রাসীগোষ্ঠী বা সংস্থাগুলোর হামলার আশংকা সর্ব নিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। ইরানি নিরাপত্তা বাহিনীর তৎপরতার মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে জানান তিনি।

ইরানের মানুষকে নিশ্চিত করে তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনীর তৎপরতা কোনো সুনির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নয়। ইরানের মানুষ প্রতিদিনই শান্তি ও নিরাপত্তা উপভোগ করতে পারেন বলেও জানান তিনি।

চলতি মাসের গোড়ার দিকে তেহরানে জোড়া সন্ত্রাসী হামলার পর গোটা ইরানে সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬

 

ট্যাগ