আমেরিকার জন্য সব অপশন টেবিলে রয়েছে: ইরান
(last modified Tue, 08 Aug 2017 16:44:51 GMT )
আগস্ট ০৮, ২০১৭ ২২:৪৪ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি কমিশনের প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা যদি ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তাহলে ওয়াশিংটনের জন্য তেহরানের টেবিলে সব অপশন খোলা রাখা হয়েছে।

লেবাননের আল-মায়েদিন নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে সালেহি বলেন, সমঝোতা লঙ্ঘন করলে আমেরিকাই ক্ষতির স্বীকার হবে বেশি। তিনি পরিষ্কার করে বলেন, আমেরিকার পদক্ষেপ অনুসারে ইরান পাল্টা ব্যবস্থা নেবে।

সালেহি আরো বলেন, যেহেতু পরমাণু সমঝোতায় চীন ও রাশিয়াসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য স্থায়ী সদস্যদেশগুলো সই করেছে সে কারণে শুধু আমেরিকা বের হয়ে গেলে এ সমঝোতা বানচাল হয়ে যাবে না। পরমাণু সমঝোতার যেকোনো সম্ভাব্য লঙ্ঘনের দায়-দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে বলেও তিনি সতর্ক করেন। এ বিষয়ে ইরান কোনো রকমের দায়ী থাকবে না বলে আলী আকবর সালেহি উল্লেখ করেন। তিনি বলেন, এ পর্যন্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ  সাতটি রিপোর্ট দিয়েছে যাতে সবসময় বলা হয়েছে ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮

 

ট্যাগ