‘৫ দিনের মধ্যে ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে’
(last modified Tue, 22 Aug 2017 11:32:31 GMT )
আগস্ট ২২, ২০১৭ ১৭:৩২ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি
    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশ পাঁচ দিনের মধ্যে আবার ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। ইরানের বার্তা সংস্থা আইআরআইবি-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন।

সালেহি বলেন, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সম্প্রতি আমেরিকাকে যে হুমকি দিয়েছেন তা কোনো ফাঁকা বুলি নয়। হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি নিষেধাজ্ঞা আরোপের নীতিতে ফিরে যায় তাহলে কয়েক ঘণ্টার মধ্যে ইরান আরো উন্নত অবস্থার ভেতর দিয়ে পরমাণু কর্মসূচি জোরদার করবে।  

সালেহি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে শর্তে পরমাণু সমঝোতা হয়েছে তা হিসাব করে দেখা গেছে- ফোরদো পরমাণু স্থাপনায় ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করণের কাজ পাঁচ দিনের মধ্যে শুরু করা সম্ভব হবে। একে ইরানের জন্য পরমাণু সমঝোতার সবচেয়ে শক্তিশালী দিক বলে উল্লেখ করেন সালেহি। তিনি বলেন, ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার এ বক্তব্যের মধ্যে বিপরীত পক্ষের জন্য অনেক বার্তা আছে এবং আশা করা যায় তারা তা বুঝবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২

 

ট্যাগ