পরমাণু সমঝোতার বাইরে কোনোকিছু মানবে না ইরান: সালেহি
(last modified Mon, 28 Aug 2017 19:57:13 GMT )
আগস্ট ২৯, ২০১৭ ০১:৫৭ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি
    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার বাইরে আর কোনো বাধ্যবাধকতা মানবে না তেহরান। তিনি সাংবাদিকদের কাছে সোমবার এ কথা বলেন। আমেরিকা যখন ইরানের সামরিক স্থাপনার পরিদর্শনের জন্য নানাভাবে চাপ সৃষ্টির পাঁয়তারা করছে তখন তিনি এ কথা বললেন।

সালেহি বলেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি মতো সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এবং এ বিষয়ে মন্তব্য করার একমাত্র অনুমোদিত ও বৈধ কর্তৃপক্ষ হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। তিনি বলেন, পরমাণু সমঝোতা নস্যাৎ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সব রকমের চেষ্টা চালাচ্ছে এবং এ কারণে তারা আইএইএ-কে দিয়ে ঘোষণা করাতে চায় যে, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে।

আলী আকবর সালেহি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আইএইএ প্রধান ইউকিয়া আমানোকে মার্কিন তৎপরতার বিরুদ্ধে সতর্ক করে চিঠি লিখেছেন। সালেহি বলেন, ইরান অবশ্যই আগে পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না এবং সমঝোতার অন্য পক্ষ যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯  

 

ট্যাগ