আত্মরক্ষার স্বার্থেই ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার করব: ইরান
(last modified Tue, 29 Aug 2017 11:07:39 GMT )
আগস্ট ২৯, ২০১৭ ১৭:০৭ Asia/Dhaka
  • প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

নিজের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর লক্ষ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো জোরদার করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। গতকাল টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে দেয়া সরাসরি বক্তব্যে হাতামি এ মন্তব্য করেন।

জেনারেল হাতামি বলেন, ইরানের চলমান ক্ষেপণাস্ত্র শক্তি সন্তোষজনক এবং শত্রুদের হামলা মোকাবেলায় এটি একটি অন্যতম উপাদান। তিনি আরো বলেন, "তেহরান যেহেতু তার প্রতিরক্ষা শক্তি বাড়াতে যথেষ্ট শ্রম ব্যয় করেছে, শত্রুরাও এই ক্ষমতা অতিক্রম করতে পারে। তাই আমরা শত্রুদের গতিবিধি অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করব এবং আমাদেরকেও তাদের মতো শক্তি অর্জন করতে হবে।"    

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, "ইরানের সামরিক নীতির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ব্যাপকভিত্তিক প্রতিরোধের মাধ্যমে নিজেদের সুরক্ষা দেয়া।"

হাতামি বলেন, "আমাদের প্রতিরক্ষা শক্তি এমন মাত্রায় উন্নীত করব যে, কেউ যাতে ইরানে হামলা চালানোর কোনো দুঃসাহস না দেখায়।" রাশিয়া থেকে কেনা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের স্পর্ষকাতর সব স্থানে মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯

   

 

ট্যাগ