পরমাণু সমঝোতার বিষয়ে পুতিনের সঙ্গে বৈঠক করলেন জারিফ
(last modified Thu, 14 Sep 2017 00:27:00 GMT )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ০৬:২৭ Asia/Dhaka
  • বুধবার রাশিয়ার সুচি শহরে এ বৈঠকে অনুষ্ঠিত হয়
    বুধবার রাশিয়ার সুচি শহরে এ বৈঠকে অনুষ্ঠিত হয়

রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উপস্থিতিতে বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর রুশ প্রেসিডেন্টের সঙ্গে নিজের সাক্ষাৎকে ‘উল্লেখযোগ্য ও ইতিবাচক’ বলে মত প্রকাশ করেন জাওয়াদ জারিফ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

জারিফ বলেন, “ইরান পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করলেও দুঃখজনকভাবে সুনির্দিষ্ট কিছু পক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। আজ আমরা ঘোষণা করছি, এই সমঝোতা একটি আন্তর্জাতিক ও বহুপাক্ষিক চুক্তি এবং সব পক্ষকে তা মেনে চলতে হবে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সংকট নিয়েও রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪

ট্যাগ