মাসুদ বারজানি ইহুদিবাদীদের দালাল: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i46589-মাসুদ_বারজানি_ইহুদিবাদীদের_দালাল_বেলায়েতি
ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানিকে ইহুদিবাদীদের দালাল বলে ভর্ৎসনা করেছে ইরান। তেহরান বলেছে, ইহুদিবাদীরা মুসলিম দেশগুলোকে খণ্ডবিক্ষণ্ড করার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়নে সহযোগিতা করছেন বারজানি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ০৬:৪৮ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়তি
    ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়তি

ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানিকে ইহুদিবাদীদের দালাল বলে ভর্ৎসনা করেছে ইরান। তেহরান বলেছে, ইহুদিবাদীরা মুসলিম দেশগুলোকে খণ্ডবিক্ষণ্ড করার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়নে সহযোগিতা করছেন বারজানি।

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়তি এসব কথা বলেছেন। তিনি জানান, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার অভিজ্ঞতার আলোকে মধ্যপ্রাচ্যে আরেকটি ইসরাইল প্রতিষ্ঠা করতে দেবে না মুসলিম বিশ্ব।

ইরাকের কেন্দ্রীয় সরকারসহ আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতা উপেক্ষা করে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ওই অঞ্চলে সোমবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। মাসুদ বারজানির ব্যক্তিগত পীড়াপীড়িতে এই গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি এ সম্পর্কে আরো বলেন, মাসুদ বারজানি পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন; বাগদাদ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার আগেই কুর্দি জনগণই তাকে সরিয়ে দেবে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ইহুদিবাদীদের সঙ্গে বারজানির ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ফিলিস্তিন জবরদখল থেকে তিনি কোনো শিক্ষা নেননি। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭