বুশেহরে শিগগিরই আরো ২টি পরমাণু স্থাপনা নির্মাণ করবে ইরান: সালেহি
(last modified Sun, 31 Jan 2016 08:34:44 GMT )
জানুয়ারি ৩১, ২০১৬ ১৪:৩৪ Asia/Dhaka
  • বুশেহরে শিগগিরই আরো ২টি পরমাণু স্থাপনা নির্মাণ করবে ইরান: সালেহি

৩১ জানুয়ারি (রেডিও তেহরান): ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে খুব শিগগিরই আরো দু’টি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে। এ খবর জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। আজ (রোববার) প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দু’টি নতুন পরমাণু চুল্লি চালু করার জন্য এরইমধ্যে কাজ শুরু হয়ে গেছে।

রাশিয়ার সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় চুক্তি সই হওয়ার পর দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে এসব চুল্লি নির্মাণ করা হচ্ছে।

ইরানে আটটি নতুন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য ২০১৪ সালের নভেম্বরে মস্কোর সঙ্গে চুক্তি সই করে তেহরান।

রাশিয়া এরইমধ্যে বুশেহরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। ১৯৯৫ সালে ওই কেন্দ্র নির্মাণ করার জন্য প্রথম ইরান-রাশিয়া চুক্তি সই হয়। বিভিন্ন কারিগরি ও অর্থনৈতিক সমস্যার কারণে সেই চুক্তির মেয়াদ কয়েক দফা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটি ২০১২ সালের আগস্ট মাসে চালু হয়।

আলী আকবর সালেহি আরো বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার সংরক্ষিত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের এই অধিকার সংরক্ষিত হয়েছে এবং এটি তেহরানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রয়েছে বলেও জানান তিনি।#

রেডিও তেহরান/এমআই/৩১

ট্যাগ