ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে হল্যান্ড আগ্রহী: বেলায়েতি
(last modified Sun, 22 Oct 2017 14:00:37 GMT )
অক্টোবর ২২, ২০১৭ ২০:০০ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি
    ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন: পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন নীতির সঙ্গে হল্যান্ডের নীতির পার্থক্য রয়েছে।

হল্যান্ডের সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনের কর্মকর্তা রেমন্ড নপসের সঙ্গে তেহরানে সাক্ষাৎ করার পর তিনি এ মন্তব্য করেন।

পরমাণু সমঝোতা সম্পর্কে আজ সংবাদ সম্মেলনে জনাব বেলায়েতি আরও বলেন হল্যান্ড মার্কিন অঙ্গিকার ভঙ্গকে কোনোভাবেই মেনে নেবে না এবং পরমাণু সমঝোতার ওপর হল্যান্ড অটল রয়েছে।

আলি আকবর বেলায়েতি

দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নতির পথে রয়েছে উল্লেখ করে বেলায়েতি বলেন, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে হল্যান্ড আগ্রহী। ইরানে পুনরায় বিনিয়োগ করার ব্যাপারেও হল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলে সর্বোচ্চ নেতার উপদেষ্টা জানিয়েছেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২২

 

ট্যাগ