ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করছে: আমানোর ঘোষণা
(last modified Sun, 29 Oct 2017 14:23:26 GMT )
অক্টোবর ২৯, ২০১৭ ২০:২৩ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে ইউকিয়া আমানো (বামে) ও আলী আকবর সালেহি
    সংবাদ সম্মেলনে ইউকিয়া আমানো (বামে) ও আলী আকবর সালেহি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়ন করে চলেছে তেহরান।

আজ (রোববার) রাজধানী তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে যৌথ সংবাদ সম্মলনে আমানো আরো বলেন, "পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুকে সম্মান করছে ইরান।"

২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর তা ২০১৬ সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন করা হয়। সেই থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে আইএইএ। আজকের সংবাদ সম্মেলনে আমানো পরমাণু সমঝোতাকে গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেন। এর ফলে আইএইএ ইরানের পরমাণু বিষয়ক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখভাল করতে পারছে।

বৈঠকে ইউকিয়া আমানো (বামে) ও আলী আকবর সালেহি

সংবাদ সম্মেলনে আলী আকবর সালেহি বলেন, আমানোর তেহরান সফরের সময় তিনি তার সঙ্গে পরমাণু সমঝোতার সেকশন 'টি' নিয়ে আলোচনা করেছেন। এ সেকশনে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে কথা বলা হয়েছে। পরমাণু সমঝোতার এ সেকশনে বিশেষ কোনো পরিদর্শনের কথা বলা হয় নি কিন্তু বিরোধী পক্ষ এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। সালেহি আরো বলেন, ইরান চার দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে কিন্তু পরমাণু সমঝোতা ভেঙে পড়ুক -তেহরান তা চায় না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯

 

ট্যাগ