আইএইএ’র সঙ্গে টেকসই সহযোগিতা করতে চায়: ইরান
(last modified Sun, 29 Oct 2017 20:34:01 GMT )
অক্টোবর ৩০, ২০১৭ ০২:৩৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে ইউকিয়া আমানোর বৈঠক
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে ইউকিয়া আমানোর বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে তার দেশ টেকসই ও দীর্ঘমেয়াদি সহযোগিতা করতে চায়। একইসঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক এ সংস্থাকে ইরান স্বাধীন ও পক্ষপাতহীন দেখতে চায়।

রোববার রাজধানী তেহরানে আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। তিনি বলেন, “আমরা আশা করি যেহেতু ইরান সাম্প্রতিক বছরগুলোতে পূর্ণ সহযোগিতা দিয়েছে সে কারণে আইএইএ যত তাড়াতাড়ি সম্ভব ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে ঘোষণা করবে।”

ইউকিয়া আমানো (বামে) ও প্রেসিডেন্ট হাসান রুহানি

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির আওতায় আইএইএ’ তার দায়িত্ব ও কর্তব্য হিসেবে তেহরানকেও সেইসব প্রযুক্তিগত সহযোগিতা দেবে যা সংস্থাটি অন্য দেশকে দিয়েছে। আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা রক্ষার গুরুত্বের কথা তুলে ধরে হাসান রুহানি বলেন, ইরান সবসময় বলে আসছে-পরমাণু সমঝোতা থেকে তেহরান কখনো আগে বেরিয়ে যাবে না। তিনি বলেন, পরমাণু সমঝোতায় ইরানকে যেসব সুবিধা দেয়ার কথা বলা হয়েছে তা যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ ইরান এ সমঝোতা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।  তিনি বলেন, “এটা কাঙ্ক্ষিত নয় যে, কোনো কোনো দেশ আইএইএ’র সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। এতে সংস্থার বিশ্বাসযোগ্যতাও নষ্ট হবে।”  

বৈঠকে ইউকিয়া আমানো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এ পর্যন্ত পরমাণু সমঝোতার অধীনে এর শর্তগুলো পরিপূর্ণভাবে মেনে এসেছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দিয়েছেন। এখন সবপক্ষের সহযোগিতায় এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯

 

ট্যাগ