তেহরানে ইসলামি ঐক্য সম্মেলন শুরু
(last modified Tue, 05 Dec 2017 07:25:42 GMT )
ডিসেম্বর ০৫, ২০১৭ ১৩:২৫ Asia/Dhaka
  • ইসলামি ঐক্য সম্মেলন শুরু
    ইসলামি ঐক্য সম্মেলন শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে তিন দিনব্যাপী ইসলামি ঐক্য সম্মেলনে শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ৫২০ জন বিশিষ্ট ব্যক্তি, মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিজ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

মহানবী হযরত মুহাম্মাদ (স) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রতি বছর ইরান ১২ রবিউল আউয়াল থেকে ১৭ রবিউল আউয়াল পর্যন্ত ইসলামি ঐক্য সপ্তাহ পালন করে। ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনি (র) এই ঐক্য সপ্তাহের ঘোষণা দিয়েছিলেন।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে আজকের সম্মেলন শুরু হয়েছে। মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা এবং তাদের মধ্যকার নানা সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনার জন্য এ সম্মলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামনেয়ীর সঙ্গেও দেখা করবেন বলে কথা রয়েছে#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫   

 

ট্যাগ